৬০ লাখ ফেসবুক অ্যাকাউন্টের তথ্য প্রকাশিত ।। প্রকৃত অর্থে বিশ্বের কোনো সিস্টেমই সম্পূর্ণ নিশ্ছিদ্র নয়ঃ ফেসবুক কর্তৃপক্ষ
এসবিডি নিউজ24 ডট কম, ডেস্কঃ ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নানা ধরনের ব্যবস্থাই গ্রহণ করে আসছে ফেসবুক। তাতেও শেষ রক্ষা হয়নি। এর আগে বেশ কয়েকবারই হ্যাকারদের আক্রমণে উন্মুক্ত হয়ে পড়েছে বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্টের ব্যক্তিগত তথ্য। এবারে আবারও ৬০ লক্ষ ফেসবুক অ্যাকাউন্টের তথ্য প্রকাশিত হয়ে পড়েছে একটি ‘বাগ’ (কম্পিউটার প্রোগ্রাম বা সিস্টেমের মধ্যেকার কোনো ভুল যা অপ্রত্যাশিত ফলাফল প্রকাশ করতে পারে)-এর কারণে। অ্যাকাউন্টধারীদের ই-মেইল বা ফোন নম্বরের মতো সব ব্যক্তিগত সব তথ্য এটি উন্মুক্ত করে দিয়েছে। গত ২২ জুন (শুক্রবার) বিষয়টি স্বীকার করে নিয়েছে ফেসবুক। আর যেসব অ্যাকাউন্টের তথ্য প্রকাশিত হয়ে গেছে, তাদের ই-মেইলের মাধ্যমে নোটিফিকেশনও পাঠানো শুরু করেছে তারা। অফিশিয়াল এক ব্লগ পোস্টে বিষয়টির ব্যাখ্যা দিয়েছে ফেসবুক। এই ব্যাখ্যায় তারা বলেছে, প্রকৃত অর্থে বিশ্বের কোনো সিস্টেমই সম্পূর্ণ নিশ্ছিদ্র নয়। তবে সার্বক্ষণিক প্রচেষ্টার মাধ্যমে সকল তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে ফেসবুক সচেষ্ট। কোনো ধরনের আক্রমণে যাতে ফেসবুকের কোনো তথ্য প্রকাশিত হয়ে না পড়ে, তার জন্য ফেসবুকের রয়েছে ‘হোয়াইট হ্যাট প্রোগ্রাম’, যার মাধ্যমে ফেসবুকের বাইরে যেসব নিরাপত্তা বিশেষজ্ঞরা কাজ করেন, তারাও প্রতিনিয়ত সহায়তা করকে পারেন ফেসবুকের তথ্যের নিরাপত্তায়। এই প্রোগ্রামের মাধ্যমেই ফেসবুক অ্যাকাউন্টের তথ্যগুলো প্রকাশ হয়ে যাওয়ার বিষয়টি ফেসবুক জানতে পারে বলে জানায়। ফেসবুক জানায়, অ্যাকাউন্টধারীদের নতুন বন্ধু যোগ করতে পরামর্শ পাঠানোর যে প্রক্রিয়া সেটার সূত্র ধরেই ‘বাগ’টি অন্যান্য অ্যাকাউন্টের তথ্য প্রকাশ করে দিয়েছে। এই বাগ সক্রিয় হওয়ার পর যারা ফেসবুকের ‘ডাউনলোড ইওর ইনফরমেশন’ টুল ব্যবহার করে নিজেদের অ্যাকাউন্টের তথ্য ডাউনলোড করেছেন, তাদের কাছে বাড়তি অনেক অ্যাকাউন্টের তথ্যই পৌঁছে গেছে। ফেসবুকের এক মুখপাত্র জানিয়েছেন, বাগটির অস্তিত্ব প্রকাশ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই একে নিষ্ক্রিয় করা হয়েছে।