বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবেঃ মির্জা ফখরুল
এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ ‘বিএনপি গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করে। তাই এখন বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। যে কোন মুহূর্তে স্বৈরাচারী আওয়ামী সরকারের পতনের লক্ষ্যে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।’-এ কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সিলেটের একটি অভিজাত হোটেলে ২৫ জুন (মঙ্গলবার) তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশবাসী বৃহত্তর চারটি সিটি করপোরেশন নির্বাচনে ১৮ দলীয় জোট সমর্থিত মেয়র প্রার্থীদের পক্ষে রায় দিয়েছে। এতে বর্তমান সরকারের উপর অনাস্থা প্রকাশ পেয়েছে। ঐক্যের কোনো বিকল্প নেই। তা সিলেটবাসী প্রমাণ করল। সিলেট বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর বিজয় নিয়ে আসতে সক্ষম হয়েছে। তাই এই বিজয় জাতীয়তাবাদী শক্তির বিজয়, এই বিজয় সিলেটবাসীর বিজয়, এই বিজয় গণতন্ত্রের বিজয়। তিনি অবিলম্বে সিলেটবাসীর প্রিয় নেতা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য এম ইলিয়াছ আলীকে ফিরিয়ে দেয়ার দাবি জানান। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে এসময় উপস্থিত ছিলেন সিলেট সিটি নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য আবুল কাহের শামীম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য ও ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল গফ্ফার, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকী, মহানগর বিএনপির সহসভাপতি বদরুজ্জামান সেলিম, তারেক আহমদ চৌধুরী, যুগ্মসাধারণ সম্পাদক আজমল বকত সাদেক, মহানগর বিএনপির সহদপ্তর সম্পাদক মাহবুব কাদির শাহী প্রমুখ।