শহীদ জননী জাহানারা ইমামের স্মরণে তৈরি অস্থায়ী বেদীতে ফুল দেয়ার মধ্য দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেছে সর্বস্তরের মানুষ
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ শহীদ জননী জাহানারা ইমামের স্মরণে তৈরি অস্থায়ী বেদীতে ফুল দেয়ার মধ্য দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেছে সর্বস্তরের মানুষ। ২৬ জুন (বুধবার) রাজধানীর শাহবাগে জাহানারা ইমামের ১৯ তম মৃত্যুবার্ষিকীতে গণজাগরণ মঞ্চের উদ্যাগে অস্থায়ী বেদী নির্মাণ করা হয়। সেখানে সকাল ৮টা থেকে শুরু হয়েছে শ্রদ্ধা নিবেদন। সেই সাথে পালন হচ্ছে শহীদ জননীর স্মরণে দিনব্যাপী নানা কর্মসূচি। আয়োজকরা জানান, শহীদ জননীকে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারে জন্য আরো একবার লড়াইয়ের প্রত্যয় জানালেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। তাদের ঘোষিত ছয় দফা দাবি পূরণ না হলে আবারো রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে তারা।
সকাল শহীদ জননীর বেদিতে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। এর পর ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির, ফেরদৌসী প্রিয়ভাষিনী, শ্যামলী নাসরিন চৌধুরী, সেক্টর কমান্ডার্স ফোরামের পক্ষে কে এম শফিউল্লাহ প্রমুখ শ্রদ্ধা নিবেদন করেন। বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, কেন্দ্রীয় খেলাঘর আসর, ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, লালন চর্চাকেন্দ্র, সোহরাওয়ার্দী উদ্যান, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও ব্যক্তিগতভাবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে শ্রদ্ধা জানাচ্ছেন। বিকেল থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যায় প্রদীপ প্রজ্জালন করা হবে।