ফেসবুক কেলেংকারীঃ বুয়েট শিক্ষক হাফেজুর রহমানের ৭ বছর কারাদণ্ড
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ প্রধানমমন্ত্রী শেখ হাসিনাকে ফেসবুকে হত্যার হুমকি দেয়ার ঘটনায় দায়ের করা মামলায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যন্ত্রকৌশল বিভাগের শিক্ষক হাফেজুর রহমান রানাকে সাত বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক ২৭ জুন (বৃহস্পতিবার) দুপুরে এ আদেশ দেন। এদিন আসামি হাফিজুর রহমানকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস কুমার পাল বলেন, ‘তথ্য প্রযুক্তি আইন-২০০৬ এর ৫৭ (১) ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় শিক্ষক হাফিজুর রহমানকে পাঁচ বছর এবং দণ্ডবিধির ৫০৬ ধারার অভিযোগ প্রমাণিত হওয়ার দুই বছর মোট সাত বছর কারাদণ্ড দেয়া হয়েছে।’
উল্লেখ্য, ২০১২ সালের ১৯ এপ্রিল ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন হাফিজুর রহমান। পরদিন দৈনিক ভোরের কাগজ পত্রিকায় এ সংবাদ প্রকাশিত হয়। পরে এঘটনায় জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিক শাহবাগ থানায় একটি জিডি করেন। জিডি তদন্ত করেন জিডি পরিদর্শক বিল্পব কুমার শিল ২০১২ সালের ১৯ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত অভিযোগ পত্রটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলায় মোট ৫ জনের সাক্ষ্য নেয়া হয়।