বিহ্বলতা (ফারহানা খানম)
###বিহ্বলতা###
—ফারহানা খানম—
=====================================================================
দৈবক্রম নয় নৈমিত্তিক ঘটনাবলী
ম্রিয়মাণ এই অস্তিত্বে
অশ্লেষে মৃত্যুও জানান দেয় তার অস্তিত্ব
খুব প্রাসঙ্গিক ভাবেই সে এক একদিন আবির্ভুত হয়
সংহার রুপে,চৌকাঠ ঘিরে হাওয়াদের আহাজারি
শূন্যতায় কষ্টের উল্লাস !
তবু পরাহত মনে উলুধ্বনি দেয়
কিছু বর্ণময় স্বপ্ন !
দুঃখ উপদ্রুত অরুনিমার বিবর্ণ দৃষ্টিতে
তখন বিহ্বলতা !
পরক্ষনেই সৃষ্টিদীপ জ্বেলে চলে যায়
অবসিত চেতনায় তখন তুমুল আলোড়ন
শিরায় শিরায় ছড়িয়ে পরে দাবানল বেঁচে থাকার
অপার আনন্দ !
________________________________________________________________