যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আবারও শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ দ্রুত যুদ্ধাপরাধের বিচার এবং জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেছে দুটি সংগঠন। ২৮ জুন (শুক্রবার) বিকেল ৪টার দিকে ‘আমরা বাঙালি’ ও ‘জাগো শাহবাগ জাগো’ নামে দুটি ব্যানারে সমবেত হয়ে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্লোগান দেয় শতাধিক তরুণ-তরুণী। সমবেতদের বেশিরভাগ বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বৃষ্টি সত্বেও সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে তাদের অবস্থান কর্মসূচি। এ সময় যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তির পাশাপাশি জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে স্লোগান দেয় তারা। গণজাগরণ মঞ্চের মতোই স্লোগানে-স্লোগানে এসব দাবি তোলা হয়। এক পর্যায়ে তাদের সঙ্গে যোগ দেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। বিক্ষোভকারীদের সঙ্গে স্লোগানে গলা মেলান তিনি। এই অবস্থান কর্মসূচি গণজাগরণ মঞ্চের কি না জানতে চাইলে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান বলেন, আন্দোলনের বিষয়ে এদের সঙ্গে আমার আগেই কথা হয়েছে। শাহবাগ প্রতিবাদের জায়গা। বিবেকের তাড়না থেকেই এরা এখানে এসেছে। এতে গণজাগরণ মঞ্চের পূর্ণ সমর্থনও রয়েছে। এ সময় একটি ব্যানারে দেখা যায়, ‘কাদের মোল্লার আপিল শুনানি কবে শেষ হবে, গোলাম আযমের রায় কবে ঘোষিত হবে এবং জামায়াত-শিবির আদৌ নিষিদ্ধ হবে কি না’।