৩ জুলাই সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ ৩ জুলাই (বুধবার) সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সোমবার সন্ধ্যায় সংগঠনটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক (ভারপ্রাপ্ত) মো.মিজানুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে হরতালের ঘোষণা দেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নিখোঁজ’ শিবির নেতাদের সন্ধান, আদালতে হাজির ও কেন্দ্রীয় সভাপতিসহ জাতীয় নেতৃবৃন্দের মুক্তির দাবীতে বুধবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে। মিজানুর রহমান বলেন, “নিখোঁজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবির নেতা আজিজুর রহমান, তাজাম্মুল আলী,আব্দুস সালাম,রাজশাহী মহানগরীর অফিস সম্পাদক আনোয়ারুল ইসলাম মাসুম,ইবি শিবির নেতা ওয়ালী উল্লাহ ও আল মুকাদ্দাস, ঢাকা মহানগরীর উত্তর শিবির নেতা, নুরুল আমিন, এবং ঢাকা মহানগরী পশ্চিম শাখার নেতা হাফেজ মো.জাকির হোসেনের সন্ধান, আদালতে হাজির ও কেন্দ্রীয় সভাপতিসহ জাতীয় নেতৃবৃন্দের মুক্তির দাবিতে এ হরতাল কর্মসূচি ঘোষনা করছে ছাত্রশিবির।” হরতাল ঘোষণার পর এক বিবৃতিতে ছাত্রশিবিরের সেক্রেটারী জেনারেল আবদুল জব্বার বলেন, “আওয়ামী জালিম সরকার মানবাধিকার লঙ্ঘনের জঘন্য নজির স্থাপন করেই চলেছে। শিবির সভাপতিকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে অমানবিক নির্যাতন এবং দীর্ঘদিন আটকে রেখে কারা নির্যাতন করেই চলছে। আমরা অবিলম্বে তাঁদের মুক্তি চাই।” সরকার ছাত্রশিবির নেতাদের আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে অপহরণ করিয়ে নিয়মানুযায়ী আদালতে হাজির না করে অজ্ঞাত স্থানে নিয়ে চরম নির্যাতন করছে বলেও অভিযোগ করেন। তিনি বলেন, “সরকার যদি কারারুদ্ধ নেতৃবৃন্দের মুক্তি ও আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক অপহৃত নেতাদের সন্ধান না দেয়; তাহলে হরতালের চেয়েও আরো কঠিন কর্মসূচী দিতে আমরা বাধ্য হব। শিবির সেক্রেটারী জেনারেল আরো বলেন, “আওয়ামী জালিম সরকার শিবির নেতাকর্মী, ছাত্রজনতার ওপর ছাত্রলীগ-যুবলীগ সন্ত্রাসীদের বর্বরভাবে লেলিয়ে দিয়েছে। ফলশ্রুতিতে ছাত্রলীগ-যুবলীগ সন্ত্রাসীদের গ্রেপ্তার না করে ঠুনকো বিষয়ে বুয়েট শিক্ষককে ৭ বছরের কারাদন্ড দিয়ে সরকার সৃষ্টের দমন দূষ্টের লালন করেই চলছে।” হরতাল পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, “ছাত্রশিবির নেতাকর্মীরা ছাত্রজনতাকে সাথে নিয়ে সারাদেশে এ হরতাল সফল করবে ইনশাআল্লাহ।”