সুন্দরগঞ্জ ঘুরে গেলেন সানডে মিরর পত্রিকার ২ সাংবাদিক
ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ সাভারের রানা প্লাজা ট্রাজেডি ঘটনায় ১৭ দিন পর উদ্ধার হওয়া রেশমাকে নিয়ে ধুম্ররাল সৃষ্টি হওয়ায় এর বাস্তবতা অনুসন্ধানে তার সহকর্মীদের নিকট তথ্য নিতে যুক্তরাজ্য থেকে বহুল প্রচারিত ট্যাবলয়েড সানডে মিরর নিউজ পত্রিকার ২ সাংবাদিক গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কিশামত হলদিয়া গ্রাম ঘুরে গেলেন। গত শনিবার সানডে মিরর নিউজ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার সাইমন রাইট ও ফটো সাংবাদিক রোল্যান্ড লিয়ন অনুসন্ধানের জন্য কিশামত হলদিয়া আসেন। এসময় ঘটনার দিনই উদ্ধার হওয়া কথিত দাবিদার এনামুল ও তার স্ত্রী লিপি বেগমের তথ্য অনুযায়ী রেশমা তাদের সাথেই উদ্ধার হয়েছে এমন দাবির সত্যতা যাচাইয়ে আসা বিদেশী সাংবাদিকদ্বয় তাদের খুঁজে পাননি। তবে রানা প্লাজা ট্রাজেডির সময় ৬ষ্ঠ তলায় কর্মরত থাকা বিউটি বেগমকে পাওয়া যায়। তিনি জানান, রানা প্লাজা ভেঙ্গে পড়ার দিন রেশমা ৩য় তলায় কর্মরত ছিলেন। তিনি রেশমাকে ভাল ভাবে চেনেন ও জানেন। রানা প্লাজা ধ্বসের ৭ ঘন্টা পর তিনি সামান্য আহত অবস্থায় উদ্ধার হওয়ার পর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। কিন্তু ৩য় তলায় কর্মরত রেশমা নামাজ ঘর থেকে ১৭ দিন পর উদ্ধার হন বলে তিনি জানতে পারেন। তিনি রেশমা বিষয়ে সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তার উত্তর থেকেই স্পষ্ট হয়ে উঠে যে, রেশমা ১৭ দিন পরে উদ্ধার হয়েছে। এদিকে রেশমা উদ্ধার নিয়ে ধুম্রজাল সৃষ্টিকারী এনামুল ও লিপি বেগম মিরর নিউজ পত্রিকার সাংবাদিকদের এড়ানোর জন্য গা-ঢাকা দেন। পরে গতকাল রবিবার ইউএনও আহসান হাবিব ও থানা অফিসার ইনচার্জ কায়ছার আলী খান স্থানীয় চেয়ারম্যানসহ এনামুলের বাড়ীতে গিয়ে কথা বলেন।