ভুমধ্যসাগরের কাছে (রুখসানা কাঁকন)

ভুমধ্যসাগরের কাছে (রুখসানা কাঁকন)

///ভুমধ্যসাগরের কাছে///

~~~রুখসানা কাঁকন~~~

================================================================

 

এই আসো ছাতাটা ফেলে দি…আসো না বৃস্টিতে ভিজি …

কি বললে আমাকে ভেজা কদম ফুলের মত লাগছে…সত্যি ?
তুমি খেয়াল করোনি আমি আজ খোঁপায় কদম পড়েছি. ?
..তুমি আজকাল কম খেয়াল করছো ।
আমার নীল শাড়ী ভিজছে আর ভিজছে তোমার গেড়ুয়া রংয়ের পাঞ্জাবী ।
আমার হাত ছেড়ে দাও প্লী।জ… আরে না আমি পিছলে পরব না ।
সারা জীবন এমন করে হাত ধরে রাখবে তো ?
কি বলছো একটু পর রিক্সায় চড়বে ?
কক্ষনো না …বৃস্টি ভেজা রিক্সাওয়ালা দেখলে আমার কস্ট হয় ।
শুনো বৃস্টির গন্ধ বুক নিয়ে হাঁটি আমরা
হাঁটতে হাঁটতে
আমরা আমাদের এই আসো ছাতাটা ফেলে দি…আসো না বৃস্টিতে ভিজি …

কি বললে আমাকে ভেজা কদম ফুলের মত লাগছে…সত্যি ?
তুমি খেয়াল করোনি আমি আজ খোঁপায় কদম পড়েছি. ?
..তুমি আজকাল কম খেয়াল করছো ।
আমার নীল শাড়ী ভিজছে আর ভিজছে তোমার গেড়ুয়া রংয়ের পাঞ্জাবী ।
আমার হাত ছেড়ে দাও প্লী।জ… আরে না আমি পিছলে পরব না ।
সারা জীবন এমন করে হাত ধরে রাখবে তো ?
কি বলছো একটু পর রিক্সায় চড়বে ?
কক্ষনো না …বৃস্টি ভেজা রিক্সাওয়ালা দেখলে আমার কস্ট হয় ।
শুনো বৃস্টির গন্ধ বুক নিয়ে হাঁটি আমরা
হাঁটতে হাঁটতে
আমরা আমাদের ভুমধ্যসাগরের কাছে পৌছে যাবো…

———————————————————————————————————————

অতিথি লেখক