সব ধরনের কোটা এবং ৩৪তম বিসিএস’র ফল বাতিল করার দাবী
পুলক চৌধুরী,এসবিডি নিউজ24 ডট কমঃ ৩৪তম বিসিএস প্রিলিমিনারি ফলাফলের বিরুদ্ধে হাইকোর্টে রিট করার সিদ্ধান্ত নিয়েছেন শাহবাগে আন্দোলনকারীরা। এর আগে ১০ জুলাই (বুধবার) সকাল থেকে ৩৪তম বিসিএস প্রিলিমিনারি ফলাফল পুনর্মূল্যায়নসহ পাঁচ দফা দাবিতে শাহবাগ মোড়ে আন্দোলন শুরু করেন প্রিলিমিনারি পরীক্ষায় অকৃতকার্য পরীক্ষার্থীরা। শাহবাগে আন্দোলনরত ৩৪তম বিসিএস প্রিলিমিনারিতে অকৃতকার্য শিক্ষার্থীরা বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। এছাড়া রাত ১০টা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া এবং বৃহস্পতিবার সকাল ১১টা থেকে আবারও শাহবাগে শিক্ষার্থীরা জড়ো হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, আমাদের সুস্পষ্ট দাবি সব চাকরিতে সব ধরনের কোটা বাতিল এবং ৩৪তম বিসিএস’র ফল বাতিল করতে হবে। তারা বলেন, পঞ্চম আদমশুমারি অনুযায়ী দেশের মোট জনসংখ্যার ১.১০ শতাংশ নৃ-গোষ্ঠীর জন্য ৫ ভাগ, ১.৪০ শতাংশ প্রতিবন্ধির জন্য ১ ভাগ এবং ০.১৩ শতাংশ মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩০ ভাগ কোটা সংরক্ষিত আছে। সবমিলিয়ে জেলা ও নারী কোটাসহ মোট ৫৬ শতাংশ পদ কোটাধারীদের জন্য সংরক্ষিত করা আছে। অপরদিকে প্রায় ৯০ শতাংশেরও বেশি জনগোষ্ঠীর জন্য মাত্র ৪৪ শতাংশ পদ বরাদ্দ থাকে। আবার, সংবিধানের ২৯ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, প্রজাতন্ত্রে কর্মে নিয়োগ বা পদ-লাভের ক্ষেত্রে সব নাগরিকের জন্য সুযোগের সমতা থাকবে। সুতরাং এ নিয়ম সংবিধান ও মানবতাবিরোধী। তারা আরও বলেন, আমরা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। দাবি না মানা পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমরা কোনো রাজনৈতিক দলের নই। আমরা ১৬ কোটি মানুষের পক্ষে এ আন্দোলন করছি। এ কোটা মূলত বৈষম্যের প্রতীক, মানবতাবিরোধী। বাংলাদেশ একটি স্বাধীন দেশ। তাই এ দেশে এ রকম বৈষম্য থাকতে পারে না। সংবাদ সম্মেলনে সব শিক্ষার্থীর পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মো. শাহীন।