মৃত্তিকা (ফারহানা খানম)
—–মৃত্তিকা——
~~ফারহানা খানম~~
=================================================================
মেঘেরা অঝোর বর্ষণে ভিজিয়ে
গেল কবিতার খাতা
পুড়িয়ে কবিতা বিজলী রেখে গেল
মৃত্তিকার বুকে ছাই
ইস!ছাই জলে মাখামাখি কবিতারা !!
হৃদয়ে কষ্টের আঁকর তবুও চোখের জল মুছে প্রত্যয়ে জ্বলে উঠি ,
ভাবি এতো শুধু শব্দের কাঁকর
মৃত্তিকা আমি ,
বুকে অগ্নি, জল আর যাবতীয় অনুষঙ্গ
আমার পরতে পরতে প্রাণ অফুরান
মৃণ্ময়ী আঁচলে এঁকে যাই
চলমান জলছবি ।
আমি সময়ের দর্পনে দেখেছি জীবন
প্রত্নতাত্ত্বিক খননে দেখেছি
প্রাগৈতিহাসিক কাল
বিজলী , তুমি আপন ঐশ্বর্যে
পুড়িয়েছ স্বপ্ন -গল্প -ছবি । নাহয় আবার লিখবো
এই জীবনের কথকতা ,আর কিছু চালচিত্র…
___________________________________________________________________