কেশবপুরে চাকরি জাতীয়করণের দাবিতে সিএইচসিপিদের মানববন্ধন
মিজানুর রহমান, কেশবপুর প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ চাকরি জাতীয়করণের দাবিতে খুলনা বিভাগের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)রা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। কেশবপুর শহরের গাজীরমোড় চত্ত্বরে ১২জুলাই ১২ জুলাই (শুক্রবার) সকাল ১১ টায় ঘন্টাব্যাপি মানববন্ধনে শতাধিক কমিউনিটি হেলথ প্রোভাইডার অংশগ্রহণ করেন। মানববন্ধন কর্মসূচীতে বলা হয় বর্তমান সরকারের এই মহান উদ্যোগের ফলে গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা এখন হাতের মুঠোয়। আর এই গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে মানুষের সেবা করছে তাদের চাকরি স্থায়ীকরণের মধ্যদিয়ে সেবারমানও কর্মের গতিশীলতা বৃদ্ধি করতে হবে। চাকরি জাতীয়করণ না হলে হাজার হাজার হেলথ প্রোভাইডার হতাশায় ভুগবেন। এতে গ্রামীণ সাধারণ জনগোষ্ঠীর সেবার প্রদানে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। তাই অবিলম্বে সিএইসিপিদের চাকরি জাতীয়করণ করে গ্রামীণ স্বাস্থ্যসেবা অব্যাহত রাখতে হবে। কেশবপুর উপজেলার হেলথ কেয়ার প্রভাইডার আলমগীর হোসন, মিজানুর রহমান ও আবুলকালাম আজাদ এর আহব্বানে এই মানববন্ধনে খুলনা বিভাগের শতশত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলন করছেন।