আগামী কয়েক দশকে পৃথিবীর মতো গ্রহের খোঁজ আরও জোরালো হবে
এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ ভিনগ্রহ সম্পর্কে মানুষের কৌতূহল দীর্ঘদিনের। এসব গ্রহে প্রাণের অস্তিত্বের সন্ধান পেতে বিজ্ঞানীরা বহুদিন ধরে চেষ্টা করে যাচ্ছেন। প্রাণের অস্তিত্বের জন্য চাই পানি। তাই বায়ুমণ্ডলে পানির অস্তিত্ব শনাক্ত করতে ইউরোপের জ্যোতির্বিজ্ঞানীরা এবার নতুন এক যন্ত্র আবিষ্কার করেছেন এবং এর মাধ্যমে অভিযানও শুরু করে দিয়েছেন তারা। এভিয়েশন উইক অনলাইন এ তথ্য দিয়েছে। খবরে বলা হয়, নতুন এ অভিযানে যে যন্ত্র ব্যবহার করা হচ্ছে, তার নাম ‘ক্রায়োজিনিক হাই-রেজোলিউশন ইনফ্রারেড এশেল স্পেকট্রোগ্রাফ’। পৃথিবীর বুকে অথবা মহাকাশে অবস্থিত বিশাল টেলিস্কোপের মধ্যে তা প্রয়োগ করা যায়। চিলির আটাকামা মরুভূমিতে ইউরোপীয় এক টেলিস্কোপে যন্ত্রটি কাজে লাগানো হচ্ছে বলে জানান বিজ্ঞানীরা। সদ্য আবিষ্কৃত এক গ্রহের ওপর এ যন্ত্র দিয়ে নতুন পদ্ধতিতে গবেষণা শুরু হয়েছে। দূরের সেই গ্রহের এখনও কোনো নাম রাখা হয়নি। তবে জানা গেছে, সেটি তার সূর্যের চারদিক প্রদক্ষিণ করতে মাত্র ২ দিন সময় নেয়। অত্যন্ত গরম ওই গ্রহে ইস্পাতও গলে যাওয়ার কথা। এ প্রসঙ্গে নেদারল্যান্ডসের লাইডেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী জেন বির্কবি বলেছেন, আগামী কয়েক দশকে পৃথিবীর মতো গ্রহের খোঁজ আরও জোরালো হবে। নতুন এ পদ্ধতি প্রয়োগ করে যদি পানি এবং সে সঙ্গে প্রাণের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায় বা জানা যায়, পৃথিবীর মতোই আরও গ্রহ রয়েছে, তা হবে এক রোমাঞ্চকর আবিষ্কার।