অনেক হয়েছে (খালেদ হোসাইন)

অনেক হয়েছে (খালেদ হোসাইন)

~~~~অনেক হয়েছে~~~~

<——খালেদ হোসাইন——>

=================================================================

অনেক হয়েছে। আমাকে বললাম।
অনেক হয়নি। জবাব পেলাম।
>>>
কারা গাছ কাটে, জানো না কিছুই।
কত ‘ধরি মাছ-না, পানি না ছুঁই’?
>>>
মান তো বাঁচে না, মাথাটা বাঁচাই-
পরিস্থিতি করো না যাচাই?
>>>
ঘাম ঝরে শুধু, রক্ত কি নেই?
মাথা কি বাঁচাবে রক্ত বিনেই?
>>>
রক্তের নদী মনে নাই তোর?
থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড়।

________________________________________________________________

অতিথি লেখক