দুই সাংবাদিককে মারধরের ঘটনায় আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য গোলাম মাওলা রনি’র বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ দুই সাংবাদিককে মারধরের ঘটনায় আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য গোলাম মাওলা রনিসহ অজ্ঞাতপরিচয় ২০/২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন কর্তৃপক্ষ। মামলায় হত্যাচেষ্টা, মারধর ও ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে। ২০ জুলাই (শনিবার) বিকালে মামলাটি করেন ওই টেলিভিশনের সহকারী ব্যবস্থাপক ইউনুছ আলী। শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ‘সংসদ সদস্য গোলাম মাওলা রনির বিরুদ্ধে একটি মামলা হয়েছে। মামলায় বেশকিছু অভিযোগ আনা হয়েছে।’এদিকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিরুদ্ধেও মামলা করবেন বলে জানিয়েছেন সংসদ সদস্য গোলাম মাওলা রনি। তিনি জানান, ‘শাহবাগ থানায় ইন্ডিপেন্ডেন্টের মালিকের বিরুদ্ধে মামলা করার উদ্যোগ নিয়েছি। আমাকে অপহরণ চেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে এ মামলা করবো।’
প্রসঙ্গত, শনিবার দুপুরে রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় রনির অফিসে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক ইমতিয়াজ মমিন সনি ও ক্যামেরাম্যান মহসিন মুকুলকে আটকে মারধর করা হয়। মুকুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরাধবিষয়ক অনুসন্ধানমূলক অনুষ্ঠান ‘তালাশ’ এর সংবাদ সংগ্রহের জন্য তারা সেখানে গিয়েছিলেন।