বিমানবন্দর থেকে ৫৪ কোটি টাকার সোনা উদ্ধার
জাহিদ হোসেন,এসবিডি নিউজ24 ডট কমঃ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় ১২৪ কেজি সোনা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৫৪ কোটি টাকা। কাঠমান্ডু থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-৭০২ ফ্লাইটের লাগেজের চ্যাম্বারে এই সোনা পাওয়া গেছে। ২৪ জুলাই (বুধবার) বেলা পৌনে তিনটার দিকে শুল্ক ও বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন-এর কর্মকর্তারা সোনা উদ্ধার করে। এপিবিএন জানিয়েছে, বেলা আড়াইটার সময় নেপালের কাঠমান্ডু থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বেলা পৌনে তিনটার দিকে শুল্ক ও এপিবিএন কর্মকর্তারা ফ্লাইটে পরিত্যক্ত অবস্থায় ১২৪ কেজি সোনা দেখতে পান। পরে তা উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।