উপযোগি রাষ্ট্র পরিচালনায় ছাত্রদেরকে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান
কাজী মাহমুজুর রহমান শুভ,এসবিডি নিউজ24 ডট কমঃ চলমান রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক স্থবিরতা কাটিয়ে উঠে সমৃদ্ধশীল বাংলাদেশ গড়তে ঔপনিবেশিক ব্রিটিশ-পাকিস্তানি মডেলের রাষ্ট্র-কাঠামো ও শাসনব্যবস্থার পরিবর্তন করে শ্রম-কর্ম-পেশায় নিয়োজিত সমাজশক্তির অংশীদারিত্বমূলক স্বাধীন দেশ উপযোগি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় দেশের ছাত্র-যুব সমাজ অদলীয়ভাবে সংগঠিত ‘সামাজিক আন্দোলন’ গড়ে তোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ (অদলীয়)-এর নেতারা। ২৬ জুলাই (শুক্রবার) বিকেলে বাংলাদেশ ছাত্রলীগ (অদলীয়)-এর পরিবাগস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ‘চলমান রাজনৈতিক প্রেক্ষাপট ও আসন্ন নির্বাচন উপলক্ষ্যে ছাত্র সমাজের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ আহ্বান জানান। সভায় বক্তারা বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের জিএসপি সুবিধা স্থগিত করাতে বাংলাদেশের ভবিষ্যত অর্থনীতি হুমকির সম্মুখিন হতে যাচ্ছে। সাভারের রান্না প্লাজা ধ্বসসহ বাংলাদেশের গার্মেন্টস শিল্পের ইতিহাসের এমন অনেক দুর্ঘটনার কারণে গার্মেন্টস শিল্পও অতীতের মত কর্মসংস্থান সৃষ্টি করতে পারছে না। তাছাড়াও বিভিন্ন ইস্যুতে হরতাল, অবরোধের মত কর্মসূচি চলমান অর্থনীতিকে এক রকম স্থবির করে দিয়েছে। এমতাবস্থায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে প্রতি ঘরে একজনকে চাকুরি দেয়ার প্রতিশ্রুতিও ফাঁকাবুলিতে পরিণত হয়েছে। যার ফলে দেশের ছাত্র-যুব সমাজ চরম হতাশ জীবন-যাপন করছে। বক্তারা বলেন, বর্তমান সরকার সংবিধান সংশোধন মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে অন্তবর্তীকালীন সরকারের অধিনে নির্বাচন করার পক্ষে অবস্থান নিয়েছে। অন্যদিকে প্রধান বিরোধী দলীয় জোট তত্ত্বাবধায়ক সরকার ছাড়া অন্তবর্তীকালীন সরকারের অধিনে কোন নির্বাচনে অংশ নেবে না বলে সাফ জানিয়েছে। নির্বাচনকালীন সরকার নিয়ে দুই জোটের বিপরীতমুখী অবস্থানের কারণে দেশের রাজনৈতিক ভবিষ্যত সঙ্কটময় হয়ে পড়েছে। যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্তদের একের পর এক রায় আসার কারণে জামায়াত ও তার ছাত্র সংগঠন অর্তর্কিত রাজনৈতিক মাঠ গরম করে জনমনে আতঙ্ক সৃষ্টির পায়তারা চালাচ্ছে। গোলাম আযমের মত যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তি না হওয়ায় দেশের ছাত্র-যুব সমাজ রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এমনই অবস্থায় আসন্ন নির্বাচন উপলক্ষ্যে দেশের রাজনৈতিক দলগুলো অতীতের মত ছাত্র-যুব সমাজকে ক্ষমতায় যাবার হাতিয়ার হিসেবে ব্যবহার করার বিশেষ পরিবেশ সৃষ্টি করছে। ছাত্র-যুব সমাজও কর্মসংস্থানহীন বেকার এবং হতাশ জীবন-যাপন করায় রাজনৈতিক দলগুলোর লেজুড়বৃত্তিতে আবদ্ধ হয়ে আছে। ফলে রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক স্থবিরতার বিরুদ্ধে দেশের ছাত্র-যুব সমাজ অদলীয়ভাবে ঐক্যবদ্ধ হয়ে তিউনিশিয়া, মিশর, লিবিয়া এমন কী আমাদের গণজাগরণের মত রুখে দাঁড়াতে পারছে না। বক্তারা আরো বলেন, পবিত্র মাহে রমজান মাস উপলক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল এবং তাদের সহযোগী ছাত্র সংগঠনগুলো ইফতার পার্টি আয়োজনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোকে ক্ষমতায় নেয়ার জন্য ছাত্রদেরকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছে। বেশির ভাগ সংগঠনই জোট এবং নেত্রীর হাতকে শক্তিশালী করার কথা বলে পুনরায় ক্ষমতায় যাওয়ার পথকেই সুগম করতে চাচ্ছে।
সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক কামরুজ্জামান অপুর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন সদস্য সচিব তানসেন, দপ্তর সচিব আমানউল্লাহ অয়ন, ঢাকা মহানগর সমন্বয়ক ইউসুফ সরকার রুজেল, ডন ক্লারেন্স হাওলাদার, ওয়ালিদ হাসান ভুবন, ইশতিয়াক, কাউসার, অভি, সাগর, আলী পারভেজ, সিয়াম, কাউসার প্রমুখ।