ক্যান্টনে নিরিবিলি (নির্মলেন্দু গুণ)
—-ক্যান্টনে নিরিবিলি—-
~~~নির্মলেন্দু গুণ~~~
====================================================================
এইখানে এলে মনে হয় তুমি
সবচেয়ে বেশি নেই।
>>>
তোমাকে ক্ষণিক পাবার জন্য
এখানেই তবু আসি,
মুগ্ধ পরান যতদূর চায়
ততদূর ভালোবাসি।
>>>
একটি চেয়ার উবু হয়ে থাকে
টেবিলে মুখের মতো,
মনে পড়ে যায় নতমুখী তুমি
চুম্বনে কম্পিত।
>>>
এইখানে এলে মনে হয় তুমি
সবচেয়ে বেশি নেই।
>>>
ভীরু হাতে কতো আদর শিখেছি
এইখানে এলে বুঝি,
কতো বেদনার ভালোবাসা নিয়ে
তোমাকেই তবু খুঁজি।
>>>
প্রাণ গুঁজে দিই ছবির ভিতরে
আগুনে পোড়াই হাত,
করতল খোঁজে মৎস্যকন্যা-
তুমি যদি এঁকে দাও।
>>>
এখানে এলেই মনে হয় তুমি
স্তব্ধ প্রতিমা, স্মৃতি।
>>>
এইভাবে রোজ বসে থাকি একা
জেসমিনে ডোবে ঠোঁট,
ইঁদুরের মতো কেটে কেটে খাই
বিরহের করপুট।
>>>
তুমি নেই তাই কমেছে আদর
শুধায় না কোনো জন,
আমার চেয়েও ভালোবেসেছিল
নিরিবিলি ক্যান্টন?
>>>
এইখানে এলে মনে হয় তুমি
সবচেয়ে বেশি নেই।
————————–
** যাকে নিয়ে কবিতাটি লিখেছিলাম, ৩৭ বছর পর আমার সঙ্গে মেলবোর্নে তোলা উনার ছবি কবিতাটির সঙ্গে ঈদবোনাস হিসেবে দেয়া হলো।