সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘদিনের ভিসা জটিলতা অবসান হয়নি এখনও
এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘদিনের ভিসা জটিলতা অবসান হয়নি এখনও। তবে বাংলাদেশী শ্রমিক ও প্রবাসীদের জন্য কিছুটা সুখের খবর হচ্ছে পুরো দমে চালু আছে এখানকার প্রাইভেট ভিসা। মালিক পরির্বতন সংক্রান্ত সকল কাজও চলছে স্বাভাবিক ভাবে। কোন ধরণের ভিসাই বন্ধ নয় তবে শ্রম-মন্ত্রণালয়ের অভ্যন্তরীন কাজ চলছে তাই আপাতত স্থগিত রয়েছে বাংলাদেশের শ্রমিক ভিসা জানালেন সংযুক্ত আরব আমিরাতের শ্রম মন্ত্রণালয় অধিদপ্তরের এক কর্মকর্তা। গত বছরের আগষ্ট মাসের প্রথম সপ্তাহ শুরুতেই নতুন ভিসা প্রদান কার্যক্রম স্থগিত ঘোষণার এক বছরের ধাক্কা লাগলেও আরব আমিরাতের বাংলাদেশী শ্রমিক ভিসার কোন ধরণের সুরাহার পথ সুগম হয়নি এখনও। এক সময়কার প্রভাব খাটিয়ে শ্রম বাজার নিজেদের হাতে ধরে রাখলেও ভিসা জটিলতা কেটে উঠতে না পারায় শ্রম বাজার বাংলাদেশীদের হাত ছাড়া হবার পথে। শ্রম বাজারে এখন ভারত, নেপাল, মিয়ানমার ও চায়েনাদের দখলে যাচ্ছে। ভিসা না পাওয়া হতাশ আরব আমিরাতে আসতে আগ্রহীরা। এতে পিছিয়ে যাচ্ছে ব্যবসায় ও ব্যহত হচ্ছে শ্রমিকদের উন্নয়ন কাজ। তবে দক্ষ ও অভিজ্ঞ শ্রমিকের কথা উল্লেখ করে প্রবাসী ব্যবসায়ী ও কোম্পানি গুলো জানান, দক্ষ ও অভিজ্ঞ শ্রমিক দেশেই তৈরি করা প্রয়োজন। দক্ষতা অনুযায়ী যদি শ্রমিক এদেশে প্রেরণ করা হয় তবে বর্তমান যে পরিমাণ রেমিটেন্স বাংলাদেশে যাচ্ছে এর চেয়ে দ্বিগুণ বৃদ্ধি পাবে আমাদের উপার্জন। বৈদেশিক মূদ্রার দিক দিয়ে লাভবান হবে বাংলাদেশ। প্রবাস কল্যাণ সমিতির সাবেক আন্তর্জাতিক সম্পাদক আব্দুল মালেক জানান, ভিসা বন্ধ কেন! এ ব্যাপারে জবাব দেবেন পররাষ্ট্র মন্ত্রণালয়। তিনি আরও বলেন, বর্তমানে বাংলাদেশের সাথে এদেশের সম্পর্ক শিথিল, কুটনৈতিক সম্পর্ক না থাকার মত আছে বলা যায়। তবে এ ব্যাপারে কোন বক্তব্য নেই রাষ্ট্রদূত বা দূতাবাসের কাছে। বাংলাদেশ দূতাবাসের দুবাই শাখায় নব নিযুক্ত কনস্যুল জেনারেল মাসুদুর রহমান বাংলাদেশী শ্রমিক ভিসা কবে নাগাদ খুলতে পারে প্রশ্নের জবাবে বলেন, আমি কোন মন্তব্য করবো না, তবে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। তিনি আরও জানান, আরব আমিরাতের রাজধানী আবুধাবী শাখায় কর্মরত রাষ্ট্রদূতও এ বিষয়ে কাজ চালিয়ে যাচ্ছেন। তবে এখন প্রাইভেট ভিসাগুলো (হাউজ, গৃহপরিচালিকা, ড্রাইভার) চালু রয়েছে। কিছু কিছু শ্রমিক এই ভিসা পাচ্ছে প্রতিনিয়ত। তবে কোম্পানি বা শ্রমিক ভিসা গুলো আপাতত স্থগিত রয়েছে।