নাগরিক সনদ পার্থক্য (জেবুননেসা হেলেন)

নাগরিক সনদ পার্থক্য (জেবুননেসা হেলেন)

~~~নাগরিক সনদ পার্থক্য~~~

<—- জেবুননেসা হেলেন —->

=================================================================

অবস্থানের মগডালে বসে যদি ভাবো ছুঁয়ে দেবে…

সে হাস্যকর প্রলাপ হবে।

ঘর থেকে বেড়িয়েই রিক্সা বা টেম্পু খুঁজতে হয়

তুমি থাকো নিশান পাজেরোয়

ঘরে ফিরতে শতেক সিঁড়ির হাপিত্যেশ সঙ্গি হয়

তোমার জন্য রেডি লিফট

>>> 

বাজারে আগুন লাগলে

গোল শর্করায় নির্ভর করতে হয়

তোমার মতো হামেশাই লোভনিয় আমিষ আসে না কিচেনে।

>>> 

যখন পোষাকের মলিনতা নজরে পড়ে একটু ফ্যাশণ কেনার সাধ জাগে

গলির মোড় বা ফুটপাতেই দরকষাকষি চলে

তোমার তখন বিশাল ও পিংকসিটি হালফ্যশণ…

>>> 

বিদ্যাপিঠ যখন বলে তোর কিছু পেটে বিদ্যার জল

বেঁচে থাকার তাগিদে প্রয়োজন

হাফ-ফ্রি ফুল-ফ্রি সরকারী প্রাথমিক বিদ্যায়ই পারদর্শী হতে হয়

প্রবাসী ইংলিশ স্পেনিশ রূপকথায় জিব ভেজানো তোমারই সাজে

সে দুঃস্বপ্ন দেখায়ও আমার ঘুমের মাসির অরুচি।

>>> 

বুকের হৃৎপিণ্ডের ধমনীর পথে ফ্যাট জমে গেলে

গাঁয়ের নসু ডাক্তার এর ঝারফুকই ভরসা…

তোমার জন্য অপেক্ষা করে এ্যাম্বুলেন্স আই সি ও সি সি ও

তুমি সর্দি হলেও ছুটে যাও স্কয়ার এপোলো ইউনাইটেড

অথবা সিঙ্গাপুর থাইল্যান্ড…

>>> 

আসবাবে ধুলো জমলে হাতই পরিষ্কারক

তোমার প্রয়োজন অন্যের হাত।

>>> 

আমার বেড়ে ওঠা বাংলার প্যাক কাদায় ও সবুজ ঘাসে

তুমি বড় হও স্বেতপাথর টাইলস মোজাইকের বাধাই পাটাতনে

অথবা মখমলে…

>>> 

তুমি আমাকে মানুষ না ভাবো, আমি তোমাকে মানুষি ভাবি

তোমার মগডালের অবস্থান দৃষ্টি গোচর হলেও, আমি এড়িয়ে চলি দৃষ্টি

নজর

কিন্তু আমার একটি ভোট তোমার সিংহাসন

>>> 

পড়েছো কী মরেছো…

————————————————————————————————————-

 

অতিথি লেখক