ঈদের আনন্দ থেকে বঞ্চিত ২ শতাধিক ‘মানুষ গড়ার কারিগর’

ঈদের আনন্দ থেকে বঞ্চিত ২ শতাধিক ‘মানুষ গড়ার কারিগর’

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ যশোরের দুই সহস্রাধিক শিক্ষক-পরিবার এবারও ঈদের আনন্দ থেকে বঞ্চিত। ৭ মাস আগে সারাদেশে ২৩ হাজার রেজিস্টার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ হয়। এর মধ্যে যশোরে রয়েছে ৫৩৪টি। এসব বিদ্যালয়ের ২ হাজার ১৩ শিক্ষক এখনো বেতন-বোনাস পাননি। অধিকাংশ শিক্ষক তাদের পরিবারের সদস্যদের জন্য ঈদের কেনাকাটা করতে পারেননি। চৌগাছা উপজেলার দৌলতপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন বলেন, “আশায় ছিলাম সরকারি বেতন ও বোনাস পেলে পরিবারের সদস্যদের জন্য কেনাকাটা করবো। কিন্তু শেষ পর্যন্ত তা আর হলো না।” এ প্রসঙ্গে যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক বলেন, “উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। আগামী মাসেই শিক্ষকরা বকেয়াসহ সব বেতন-বোনাস পাবে।” তিনি আরো জানান, নতুন অর্থবছর শুরু হওয়ায় কিছুটা জটিলতা দেখা দিয়েছে। আগামী মাস থেকে তা নিরসন হবে বলে আশা করা যায়।

এসবিডি নিউজ ডেস্ক