এই সরকার দুর্নীতিতে শুধু চ্যাম্পিয়ান নয়, মিথ্যাচারেও চ্যাম্পিয়ানঃ ব্যারিস্টার মওদুদ

এই সরকার দুর্নীতিতে শুধু চ্যাম্পিয়ান নয়, মিথ্যাচারেও চ্যাম্পিয়ানঃ ব্যারিস্টার মওদুদ

পুলক চৌধুরী,এসবিডি নিউজ24 ডট কমঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, ‘আগামী ২৫ অক্টোবর পর্যন্ত দেশের সবচেয়ে সংকটময় মুহূর্ত। এই সময়ের মধ্যে আন্দোলন চূড়ান্ত করে সরকারকে তত্বাবধায়ক সরকার মেনে নিতে এবং ক্ষমতা থেকে চলে যেতে বাধ্য করা হবে।’ ৭ আগষ্ট (বুধবার) জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘জনদুর্ভোগ, সরকারের তথ্য সন্ত্রাস ও নাগরিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ডেমোক্রেটিক মুভমেন্ট এই আলোচনা সভার আয়োজন করে। বিলবোর্ড প্রসঙ্গে মওদুদ বলেন, ‘আয়ুব খানকে দেখেছিলাম এরকম বিলবোর্ড লাগিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন, কিন্তু এক বছরের মাথায় তার পতন হয়। আমার মনে হয় আগামী ছয় মাসের মধ্যে এই সরকারের পতন হবে। এই বিলবোর্ড লাগিয়ে সরকার মারাত্মক জনদুর্ভোগের  সৃষ্টি করেছে।’ তিনি বলেন, জীবনে অনেক চুরির কথা শুনেছি, কিন্তু বিলবোর্ড চুরির কথা এই প্রথম শুনলাম। একশ’ কোটি টাকা খরচ করে তারা অনেক মানুষের বিজ্ঞাপনের টাকা নষ্ট করে ঢাকা শহরে দুই হাজার বিলবোর্ড লাগিয়েছে। কিন্তু এতটাকা তারা পেল কোথায়।’ দুর্নীতি দমন কমিশনের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এত টাকা সরকার দলীয় লোকজন কোথায় পেল  তা কি আপনাদের জানতে ইচ্ছে করছে না? আপনাদের কি জানতে ইচ্ছে করবে, আপনারা তো নিজেরাই দুর্নীতিগ্রস্ত। সাহস থাকলে অবিলম্বে যারা এই কাজের সঙ্গে জড়িত তাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার ব্যবস্থা করুন।’ সরকারকে উদ্দেশ্য করে মওদুদ আহমেদ বলেন, ‘বিলবোর্ড লাগিয়ে মানুষের মন জয় করতে পারবেন না। মানুষের মন থেকে আপনারা উঠে গেছেন। এর প্রমাণ জনগণ পাঁচ সিটি নির্বাচনে দিয়েছে। আপনাদের উন্নয়নের জোয়ার জনগণের ভোটের জোয়ারের কাছে ভেসে গেছে। আপনারা কি বিলবোর্ড দিয়ে মানুষের মনের ক্ষোভ শেষ করতে পারবেন। দেশের মানুষ আপনাদের উন্নয়নের কথা আর শুনতে চায় না। উন্নয়নের চেয়ে বড় কথা হল সুশাসন, আর আপনারা সুশাসন প্রতিষ্ঠায় ব্যার্থ হয়েছেন। আর এজন্যই আপনাদের জনগণ ভোট দেয়নি।’ তিনি বলেন, ‘এই সরকার দুর্নীতিতে শুধু চ্যাম্পিয়ান নয়, মিথ্যাচারেও চ্যাম্পিয়ান। কথায় কথায় শুধু মিথ্যা কথা বলে। নিজেদের ব্যর্থতার জন্য এইচএসসি পরীক্ষার ফলাফল খারাপ হয়েছে, সেই দোষ আবার বিরোধী দলের ওপর চাপাতে চায় তারা।’ তিনি আরও বলেন, ‘বেগম খালেদা জিয়ার বক্তব্যকে প্রধানমন্ত্রী নোংরা করে বিশ্লেষণ করছেন। বেগম জিয়া বলেছেন, ক্ষমতায় গেলে ভিন্ন ধারার সরকার গঠন করবেন। তিনি তো ঠিকই বলেছেন। বিএনপি ক্ষমতায় গেলে নতুন রাজনৈতিক সংস্কৃতি চালু করা হবে।’  ডেমোক্রেটিক মুভমেন্টের উপদেষ্টা শাহাদাত হোসেন সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আযম খান, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমতুল্লাহ, আয়োজক সংগঠনের সভাপতি আজিজুল হক সোহাগ প্রমুখ।

নিজস্ব প্রতিনিধি