মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ১৮ দল
শহিদুল ইসলাম,এসবিডি নিউজ24 ডট কমঃ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের জন্য জনমত গঠন ও জোটকে সুসংগঠিত করতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮দলীয় জোট। ১৯ আগষ্ট (সোমবার) দুপুরে নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন। গত শনিবারে বিএনপির স্থায়ী কমিটি এবং রবিবার ১৮দলীয় জোটের শীর্ষ নেতাদের নিয়ে বেগম খালেদা জিয়া যে বৈঠক করেছেন, সেই বৈঠকের সিদ্ধান্ত জানানোর জন্য এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে চলতি মাসের ৩১ তারিখ পর্যন্ত ৫৬টি টিম ৭৫টি সাংগঠনিক জেলায় সফর করবে। পহেলা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী, ৩ সেপ্টেম্বর বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং ১১ তারিখ খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালনের পাশাপাশি ৮ সেপ্টেম্বর নরসিংদীতে, ১৫ তারিখ রাজশাহীতে ১৬ তারিখে রংপুরে, ২২ তারিখ খুলনা, ২৮ তারিখ বরিশাল এবং ৫ অক্টোবর সিলেটে জনসভা করবেন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। এছাড়াও পবিত্র ঈদুল আযাহার পর বেগম খালেদা জিয়া চট্টগ্রাম এবং সর্বশেষ ঢাকায় মহাসমাবেশ করবেন। এ দুটি সমাবেশের তারিখ পরবর্তীতে জানানো হবে।