ডিবি পরিচয়ে ৩২ হাজার ডিম ছিনতাই
মো. ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ এবার ডিবি পরিচয়ে পিকআপসহ ৩২ হাজার ডিম ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বগুড়ার মহাস্থান গড় এলাকায় বুধবার রাতে এ ঘটনা ঘটে। একদিন পর জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পরিত্যক্ত অবস্থায় পিকআপটি পাওয়া গেছে। মিঠাপুকুরের ব্যবসায়ী সায়েদুর রহমান তালুকদার সায়েদ জানান, গত বুধবার তাদের একটি পিকআপ ভাড়া করে ভেন্ডাবাড়ির লাবিব পোল্ট্রি ফার্ম। ফার্ম কর্তৃপক্ষ আড়াই লাখ টাকা মূল্যের ৩২ হাজার ৪শ ডিম নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়। রাত ১০ টার দিকে বগুড়ার মহাস্থানগড় এলাকায় একটি মাইক্রোবাস পিকআপটিকে আটক করে। মাইক্রোবাসে থাকা ৫ যুবক নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে পিকআপে অবৈধ মালামাল আছে বলে চালক ও সহকারীকে তাদের মাইক্রোবাসে তুলে নেয়। এবং তাদের একজন পিকআপটি চালিয়ে নিয়ে যায়।এদিকে, অপর ৪ যুবক পিকআপ চালক ও সহকারীকে হাত-পা বেঁধে অজ্ঞান করে শিবগঞ্জের হাতিবান্ধা নামক এলাকায় ফেলে দিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় হাত-পা খুলে মোবাইল ফোনে বিষয়টি পিকআপ মালিক মিঠাপুকুর উপজেলার ব্যবসায়ী সায়েদুর রহমান তালুকদার সায়েদকে জানায়। খবর পেয়ে রাতেই ওই ব্যবসায়ী লোকজনকে সঙ্গে নিয়ে মাইক্রোবাসযোগে হাতিবান্ধায় গিয়ে চালক ও সহকারীকে উদ্ধার করেন। পরদিন সকালে বগুড়া পুলিশের সহায়তায় জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় পিকআপটি উদ্ধার করা হয়। কিন্তু ডিমগুলোর সন্ধ্যান পাওয়া যায়নি। পিকআপ মালিক ব্যবসায়ী সায়েদুর রহমান তালুকদার সায়েদ বলেন, বগুড়া শহর এলাকারই অপরাধী চক্র এ ঘটনা ঘটিয়েছে বলে আমার ধারনা।