লেবাননে বোমা হামলাঃ নিহত ৪২,আহত ৩ শতাধিক
এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ বাননের ত্রিপোলি শহরে দুটি মসজিদের সামনে বোমা হামলায় অন্তত ৪২ জন নিহত হয়েছে। আহত হয়েছ কমপক্ষে ৩ শতাধিক। ২৩ আগষ্ট (শুক্রবার) জুমার নামাজের পরপর সুন্নি অধ্যুষিত আল-তাকওয়া মসজিদের সামনে প্রথম বিস্ফোরণ ঘটে। এর পাঁচ মিনিট পর দ্বিতীয় বিস্ফোরণ ঘটে আল সালাম মসজিদের সামনে। সুন্নি মতাবলম্বীদের শীর্ষ নেতা শেখ সালেম রাফেই আল-তাকওয়া মসজিদে নিয়মিত নামাজ পড়েন। তবে এদিন তিনি মসজিদে ছিলেন কি না বা হামলার শিকার হয়েছেন কি না সে বিষয়ে জানা যায়নি। বিস্ফোরণের পর তাকওয়া মসজিদ থেকে এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেন, “বিস্ফোরণে পুড়ে যাওয়া কয়েকটি গাড়ির মধ্যে আমি সাতটি মৃতদেহ দেখেছি।” সেখানে অন্তত ১৪ জন নিহত হয়েছে। বাকিরা আল-সালাম মসজিদ প্রাঙ্গণে বিস্ফোরণে নিহত হয়েছে। লেবাননের স্বাস্থ্যমন্ত্রী আলী হাসান খলিল রয়টার্সকে বলেন, দুটি বিস্ফোরণে অন্তত ৩৫৮ জন আহত হয়েছেন। প্রতিবেশি দেশ সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হওয়ার পর লেবাননে প্রেসিডেন্ট আসাদপন্থী শিয়া ও আসাদবিরোধী সুন্নিদের মধ্যে সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ে।
সূত্র: রয়টার্স.