বান কি মুন মোবাইলের বাটন চেপে বললেন, ‘হ্যালো…’
সুমন্ত আসলামঃ
বান কি মুন আমাদের প্রধানমন্ত্রীকে ফোন করে যখন বললেন, ‘প্লিজ, আপনি আর বিরোধীদলীয় নেতা সংলাপে বসুন।’ প্রধানমন্ত্রী বললেন, ‘হঠাৎ সংলাপ কেন! আমাদের মাঝে কথা হয় তো। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া একবার বললেন, সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না। আমি তার জবাব দিলাম, বিরোধীদলীয় নেতা সাপ নিয়ে খেলছেন। তিনি সাপের ঝাঁপি মাথায় নিয়ে চলছেন।’
বান কি মুন বিরোধীদলীয় নেতাকে ফোন করে বললেন, ‘প্লিজ, আপনি আর প্রধানমন্ত্রী সংলাপে বসুন।’ বিরোধীদলীয় নেতা বললেন, ‘আমাদের মাঝে কথা হয় তো। এই তো ক’দিন আগে তিনি বললেন, সংবিধান থেকে এক চুলও নড়ব না। আমিও তার জবাব দিয়েছি, জনগণের আন্দোলনের বাতাসে চুল এলোমেলো হয়ে যাবে, দিশেহারা হয়ে যাবেন।’
বান কি মুন এবার ফোন করলেন বারাক ওবামাকে, ‘ওনাদের মুখ দেখাদেখি বন্ধ, তবুও বলেছেন, কথা বলেন তারা পরস্পর। আমি তো কিছু বুঝতে পারছি না।’
বারাক ওবামা বান কি মুনকে বললেন, ‘ঠিকই তো আছে। এখন কীসের যুগ, ইন্টানেটের যুগ। এখন সবকিছু শুরু হয়েছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। সবকিছুই হচ্ছে অনলাইনভিত্তিক। সামনাসামনি আসার কোনো প্রয়োজন নেই। ওনারা একজন একটা কথা বলছেন, আরেকজন অন্য জায়গায় থেকে তার জবাব দিচ্ছেন। বাংলাদেশ তো অনেক এগিয়ে গেছে, কথা বলার ক্ষেত্রে কারও দেখি মোবাইল, টেলিফোন, ভিডিও, ইন্টারনেট কোনো কিছুই লাগে না। দেশ তো একুশ সালের আগেই ডিজিটাল হয়ে গেল! আপনি বরং ওনাদের আরেকবার ফোন করে এটার জন্য অভিনন্দন জানান।’
বান কি মুন মোবাইলের বাটন চেপে বললেন, ‘হ্যালো…।’
বান কি মুন বিরোধীদলীয় নেতাকে ফোন করে বললেন, ‘প্লিজ, আপনি আর প্রধানমন্ত্রী সংলাপে বসুন।’ বিরোধীদলীয় নেতা বললেন, ‘আমাদের মাঝে কথা হয় তো। এই তো ক’দিন আগে তিনি বললেন, সংবিধান থেকে এক চুলও নড়ব না। আমিও তার জবাব দিয়েছি, জনগণের আন্দোলনের বাতাসে চুল এলোমেলো হয়ে যাবে, দিশেহারা হয়ে যাবেন।’
বান কি মুন এবার ফোন করলেন বারাক ওবামাকে, ‘ওনাদের মুখ দেখাদেখি বন্ধ, তবুও বলেছেন, কথা বলেন তারা পরস্পর। আমি তো কিছু বুঝতে পারছি না।’
বারাক ওবামা বান কি মুনকে বললেন, ‘ঠিকই তো আছে। এখন কীসের যুগ, ইন্টানেটের যুগ। এখন সবকিছু শুরু হয়েছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। সবকিছুই হচ্ছে অনলাইনভিত্তিক। সামনাসামনি আসার কোনো প্রয়োজন নেই। ওনারা একজন একটা কথা বলছেন, আরেকজন অন্য জায়গায় থেকে তার জবাব দিচ্ছেন। বাংলাদেশ তো অনেক এগিয়ে গেছে, কথা বলার ক্ষেত্রে কারও দেখি মোবাইল, টেলিফোন, ভিডিও, ইন্টারনেট কোনো কিছুই লাগে না। দেশ তো একুশ সালের আগেই ডিজিটাল হয়ে গেল! আপনি বরং ওনাদের আরেকবার ফোন করে এটার জন্য অভিনন্দন জানান।’
বান কি মুন মোবাইলের বাটন চেপে বললেন, ‘হ্যালো…।’
[লেখক: সুমন্ত আসলামঃ সহযোগী সম্পাদক,দৈনিক সমকাল।।]