৩ গ্রামের ৫শ’ঘরবাড়ি প্লাবিত ।। মাছের ঘেরসহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি

৩ গ্রামের ৫শ’ঘরবাড়ি প্লাবিত ।। মাছের ঘেরসহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি

মিজানুর রহমান, কেশবপুর প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ যশোরের কেশবপুরে রাতের আঁধারে সরকারি রাস্তা কেটে দেয়ায় তিন গ্রামের ৫শ’ কাঁচা-পাকা বাড়ি ঘর প্লাবিত ও মাছের ঘের ভেসে গেছে। যার ক্ষতির মূল্য প্রায় ৫০ লাখ টাকা। এঘটনার পর গ্রাামবাসি আতংকিত হয়ে পড়েছে।  অনেকে বাড়ি ছেড়ে আশ-পাশের উঁচু স্থানে আশ্রায় নিচ্ছেন। একই সাথে এলাকাবাসি জলাবদ্ধতার আশংকা করছেন। জানা যায়, গত কয়েক দিনের প্রবল টানা বর্ষনে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের চিংড়া, শ্রীপুর, বিষ্ণুপুর ও ঝিকরা বিলের হঠাত পানি বেড়ে যায়। বিল প্লাবিত হওয়ার আশংকায় স্থানীয় ইউপি সদস্য মোনায়েম খান মনা ও গণি ডাকাতের নেতৃত্বে একদল দুর্বৃত্ত ১৯ আগস্ট রাতের আঁধারে শ্রীপুর-শেখপাড়া সরকারি রাস্তা কেটে দেয়। ফলে বিলের পানি দ্রুত বিদ্যানন্দকাটি ইউনিয়নের আউলগাতী, নেহালপুর ও শেখপুরা এলাকায় প্রবেশ করে।  সেই সাথে মাছের ঘের প্লাবিত হয়েছে। এলাকার নেহালপুর গ্রামের মোবারক আলী, আউয়ালগাতী গ্রামের আমিনুর রহমান, ফারুক হোসেন এবং ঘের মালিক পলাশ ও আব্দুস সাত্তার সাংবাদিকদের জানান, ঘেরের মাছ যেন ঐ দূর্বৃত্তদের বিলে প্রবেশ করে সেজন্য ঐ রাতের আঁধারে তারা পরিকল্পিতভাবে সরকারি রাস্তা কেটে দেয়। আমাদের ঘেরগুলো ভেসে প্রায় ৫০ লক্ষ টাকার মাছ তাদের বিলে প্রবেশ করেছে। এছাড়া, আউলগাতী, নেহালপুর ও শেখপুরা গ্রাম প্লাবিত হয়ে প্রায় ৫’শ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। অব্যাহত পানির চাপে প্রায় দুই’শ কাঁচা ঘরবাড়ি হুমকীর মুখে। যে কোন সময় ঘরগুলো ধ্বসে পড়ে প্রাণহানির সম্ভবনা রয়েছে। আকস্মিকভাবে বিলে পানি প্রবেশ করায় প্রায় এক’শ বিঘা কাঁচা-পাকা আউশ, রোপা আমনধানসহ সব্জিক্ষেত তলিয়ে গেছে। কয়েকটি মাছের ঘের এখনও হুমকীর মুখে। নেহালপুর প্রাথমিক বিদ্যালয়টি প্লাবিত হওয়ায় বৃহস্পতিবার অনুষ্ঠিত দ্বিতীয় সাময়িক পরীক্ষা পাশের একটি মসজিদে নেয়া হয়। এই মুহূর্তে পানি নিষ্কাশনের ব্যবস্থা না করলে এলাকাটি স্থায়ী জলাবদ্ধতায় রূপ নেবে এলাকাবাসি আশংকা করছেন।

এসবিডি নিউজ ডেস্ক