সংকট নিরসনে দুই নেত্রীকে সংলাপে বসতে হবেঃ মার্কিন রাষ্ট্রদূত

সংকট নিরসনে দুই নেত্রীকে সংলাপে বসতে হবেঃ মার্কিন রাষ্ট্রদূত

সৌরভ চৌধুরী,এসবিডি নিউজ24 ডট কমঃ বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, দেশের সংকট নিরসনে দুই নেত্রীকে সংলাপে বসতে হবে। সমস্যা সমাধানের একমাত্র মাধ্যম হচ্ছে সংলাপ। সংলাপ ছাড়া দেশের অস্থিতিশীল পরিস্থিতির অবসান হবে না।  ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শনিবার সকালে ‘ইউনাইটেড ন্যাশনস পিসকিপিং এন্ড সাউথ এশিয়া: ট্রেন্ডস এন্ড প্রসপেক্টস’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি। আমেরিকান সেন্টারের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে এ সম্মেলন হচ্ছে। মজিনা বলেন, শেখ হাসিনার সঙ্গে কথোপকথনে জাতিসংঘের মহাসচিব বান কি মুন বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে সংকট নিরসনের ওপর গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। দুই নেত্রীকে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন বান কি মুন। সবার অংশ গ্রহণেই সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদী।   বাংলাদেশের নির্বাচন নিয়ে দুই নেত্রীকে সংলাপে বসার জন্য সব সময় কাজ করছেন বলে সাংবাদিকদের জানান মজিনা। মজিনা আরও বলেন, বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের পুলিশের অবদান অপরিসীম। বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য এ দেশের পুলিশ বাহিনী জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে শীর্ষে রয়েছে। শান্তি মিশনেও বাংলাদেশের পুলিশ বাহিনী দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে এগিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আশেকা এরশাদের সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বেনজির আহমেদ, পররাষ্ট্র সচীব শহিদুল হক, আর্মড ফোর্স ডিভিশনের ডাইরেক্টর বিগ্রেডিয়ার জেনারেল আবু সাঈদ খান।

বিশেষ প্রতিনিধি