সালেহ বিপ্লবঃ চ্যানেল আই ছেড়ে অনলাইন পত্রিকায়!
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ চ্যানেল আই ছেড়ে অনলাইন পত্রিকা ‘পরিবর্তন’ এ যোগ দিলেন সালেহ বিপ্লব। বিশ্বস্ত সূত্র জানায়, দীর্ঘদিন ধরে চ্যানেল আই কর্তৃপক্ষের সাথে সালেহ বিপ্লবের বনিবনা হচ্ছিল না। একাধিকবার কর্তৃপক্ষ তাকে সর্তকও করেছেন। অতঃপর গত ৩১ জুলাই তিনি চ্যানেল আইয়ে পদত্যাগপত্র জমা দেন। ২৯ আগস্ট (বৃহস্পতিবার) চ্যানেল আই কর্তৃপক্ষ পদত্যাগ কার্যকর করেন। এরপরই তিনি নতুন কর্মস্থলে যোগ দিয়ে অফিসের কাজ শুরু করেন। সালেহ বিপ্লব বলেন, “অনলাইনের চ্যালেঞ্জ নিতে চ্যানেল আই ছেড়েছি। মানুষ এখন রিমোটের চেয়ে ক্লিক পছন্দ করছে। তারা এখন মুহূর্তেই খবর পেতে চায়। মানুষের চাহিদা পূরণ করবে একমাত্র অনলাইন। প্রিন্ট মিডিয়ায় ৮ বছর ও ইলেকট্রনিক মিডিয়ায় ১০ বছর কাজের অভিজ্ঞতা অনলাইনে প্রয়োগ করে সফল হতে চাই।”
উল্লেখ্য,চাঁদপুর নিবাসী সালেহ বিপ্লব ১৯৯৫ দৈনিক রূপালী দিয়ে সাংবাদিকতা শুরু করেন। এরপর দৈনিক আজকের কাগজ, দৈনিক সংবাদ, দৈনিক পূর্বকোণ, দৈনিক বাংলাবাজার এবং সাপ্তাহিক শীর্ষ কাগজের প্রস্তুতিকালীন নির্বাহী সম্পাদকও ছিলেন তিনি। শীর্ষ কাগজ ছেড়ে ২০০৩ সালের মার্চ মাসে চ্যানেল আইয়ে স্টাফ রিপোর্টার হিসেবে যোগ দেন তিনি। চ্যানেল আইয়ে তিনি সিনিয়র রিপোর্টার ও যুগ্ম বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।