দাহ (ফারহানা খানম)
—দাহ—
~~ফারহানা খানম~~
———————————————————————————————————————–
নবমীর চাঁদ ডুবে গেলে গাঢ় অন্ধকারে স্পষ্ট হয়
অবয়ব জুড়ে
নষ্ট সুখের হলদে ছোপ
পাণ্ডুর জ্যোৎস্নায় নির্মিত কৃত্রিম কিছু সুখ,
চোখের তারায় বৃষ্টিকণা
নিঃসঙ্গ অন্ধকারে যেন কোন শোক উদযাপনে ব্যাস্ত
নিঝুম রাত্রি আর নক্ষত্রলোক’
নির্বিকার মনে ডানা ঝাপ্টায় বাঁদুরের দল
সে কি অশনি সংকেত?
দূর শরবনে শিকারের খোঁজে অধীর নেওলের দল
আজ আর ভয় নেই কোন সর্বনাশে
শাণিত বোধে শ্যাওলার বসতি
অস্তিত্ত্বে টলোমলো নীল পদ্ম
পাঁজরের খাঁচায় নিভৃতে কাঁদে মনবন্দী স্বপ্নের অলক
অন্দরে বয়ে যায় আশ্চর্য এক নদী
মন আনচান বুকে তার সুখ দুঃখের ছোট ছোট ঢেউ।
_________________________________________________________________