আওয়ামী লীগ ক্ষমতায় এসে সংবিধান টুকরো টুকরো করেছেঃ মওদুদ

আওয়ামী লীগ ক্ষমতায় এসে সংবিধান টুকরো টুকরো করেছেঃ মওদুদ

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল করা হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। ৩০ আগষ্ট (শুক্রবার) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে সাংবিধানিক সঙ্কটে আগামী নির্বাচন চরম সংঘাতের দিকে, চলতি অধিবেশনে সঙ্কট নিরসনসহ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। মওদুদ বলেন, আমরা শুধু নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করছি না। সংবিধানে যে ৫১টি সংশোধনী আনা হয়েছে সেটার জন্য আন্দোলন করছি। তিনি বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় এলে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল করা হবে। সংবিধানকে আগের অবস্থায় ফিরিয়ে দেয়া হবে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে সংবিধান টুকরো টুকরো করেছে। এই সংবিধানের পবিত্রতা নেই। বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, আওয়ামী লীগ ফ্যাসিস্ট মনোভাব নিয়ে সংবিধান সংশোধন করেছে। সংবিধান সংশোধন করে দেশকে কলঙ্কিত করেছে। তিনি বলেন, জনগণের আন্দোলনের জোয়ারে স্বৈরাচারী আওয়ামী সরকারের পতন হবে।

নিজস্ব প্রতিনিধি

Related articles