ঝিনাইদহে ১৫ টি বাড়িতে ভাংচুর ও লুটপাট ॥ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন

ঝিনাইদহে ১৫ টি বাড়িতে ভাংচুর ও লুটপাট ॥ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন

আহমেদ নাসিম আনসারী,ঝিনাইদহ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানার উদ্দীন হত্যাকাণ্ডকে কেন্দ্র করে একটি সুবিধাবাদী মহল বিভিন্ন বাড়িতে লুট-পাট করার অভিযোগ উঠেছে। দলের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে গত ২২ আগষ্ট রাতে পানামী গ্রাম থেকে ওই আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় সুযোগ সন্ধানী তৃতীয় পক্ষরা হরিশংকরপুর ইউনিয়নের ৫টি গ্রামের অন্তত ১৫ টি বাড়িতে ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে। হত্যাকাণ্ডের পর অনেকে জীবন ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। প্রায় পুরুষশূণ্য হয়ে পড়েছে আর্য্যনারায়নপুর গ্রাম।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে আর্য্যনারায়নপুর গ্রামের আওয়ামী লীগ নেতা ইবাদত হোসেনের সাথে ছানার উদ্দীনের বিরোধ চলে আসছিল। ২২ আগষ্ট রাতে এলাকার সাবেক মেম্বর আওয়ামী লীগ নেতা আজিজুর রহমানের মধ্যস্থতায় নিজ গ্রামে ফেরার জন্য পার্শ্ববতী পানামি গ্রামের রাস্তায় পৌঁছালে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা ছানার উদ্দীনের উপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। হত্যাকাণ্ডের ৩ দিন পর নিহতের স্ত্রী রেবেকা খাতুন বাদী হয়ে ৫৬ জনকে আসামী করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এলাকায় গিয়ে দেখা গেছে, এ হত্যাকাণ্ডের পর পানামী, বাঁকড়ী, গোবিন্দপুর, সুতুলিয়া ও আর্য্যনারায়নপুর গ্রামের ইবাদত হোসেন, আকবর হোসেন, দিয়ানত আলী, তাইজাল, রাজা, রিপন, হায়দার আলী, আব্দুন সাত্তার, সেকেন্দার আলী, বাক্কা, নায়েব আলী, নজরুল ইসলামসহ অন্তত ১৫ জন ব্যক্তির বাড়িতে ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে এ দুর্বৃত্তরা। আর এই হত্যাকে পুজি করে তৃতীয় পক্ষরা এ তান্ডব চালিয়েছে বলে এলাকাবাসির অভিযোগ। হরিশংকরপুর ইউপি চেয়ারম্যান খোন্দাকার ফারুকুজ্জামান ফরিদ বলেন, প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে এলাকার মানুষকে নিয়ে সোমবার পানামী স্কুল মাঠে সমাবেশ করা হয়েছে। এ হত্যাকাণ্ড নিয়ে কেউ অর্থবাণিজ্য করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি কাজী জালাল উদ্দীন আহমেদ বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ভাংচুর ও লুটপাটের ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি। তিনি বলেন, ভাংচুর, লুটপাট বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এসবিডি নিউজ ডেস্ক