প্রতিবাদ বন্ধন কর্মসূচিঃ ৪ সেপ্টেম্বর ১৫ মিনিটের জন্য ৯টি বাজারের কার্যক্রম বন্ধ
ফারুক আহমেদ,এসবিডি নিউজ24 ডট কমঃ ঢাকা শহরের নয়টি ফরমালিনমুক্ত কাঁচাবাজারের ব্যবসায়ীরা ৪ সেপ্টেম্বর (বুধবার) ১৫ মিনিটের জন্য বাজারের কার্যক্রম বন্ধ রেখে ‘প্রতিবাদ বন্ধন কর্মসূচি’ পালন করবেন। ‘খোলা বাজারে ফরমালিন বিক্রি বন্ধ করে ফরমালিন আমদানি, বিক্রয় ও বিতরণ করার ক্ষমতা কেবলমাত্র ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) দেয়া ও অতি সত্ত্বর ফরমালিন নিয়ন্ত্রণ আইন সংসদে পাস করার দাবিতে’ বুধবার দুপুর ১২টা থেকে সোয়া ১২টা পর্যন্ত ১৫ মিনিট এ কর্মসূচি পালন করা হবে। দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ঘোষিত রাজধানীর নয়টি বাজারে বাজার কর্তৃপক্ষের উদ্যোগে এ ‘প্রতিবাদ বন্ধন কর্মসূচি’ পালন করা হবে। ৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) এফবিসিসিআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে। এফবিসিসিআই ঘোষিত প্রথম ফরমালিনমুক্ত বাজার মালিবাগ বাজার বণিক সমিতি লি. মালিবাগ রেলগেট-এর কর্মসূচিতে বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। মালিবাগের কর্মসূচিতে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মো. মিজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) চেয়ারম্যান অ্যাডভোকেট সুলতানা কামাল, পরিবেশবাদী সংগঠন বেলার নির্বাহী প্রধান সৈয়দা রিজওয়ানা হাসান, বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবু সাইয়িদ, অভিনেত্রী রোকেয়া প্রাচীসহ সুশীল সমাজের নেতারা উপস্থিত থাকবেন। এছাড়াও এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি মনোয়ারা হাকিম আলী, সহসভাপতি মো. হেলাল উদ্দিন ও এফবিসিসিআইয়ের পরিচালকরাসহ বিশিষ্ট ব্যবসায়ী নেতারা উপস্থিত থাকবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খাদ্যদ্রব্যে ফরমালিন ও ক্ষতিকর রাসায়নিক পদার্থ শনাক্তকরণের জন্য ইতোমধ্যে ঢাকা শহরের নয়টি প্রধান কাঁচাবাজার ফরমালিন ডি-হাইড্রেড মেশিন স্থাপনের মাধ্যমে ‘ফরমালিনমুক্ত বাজার’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
যে সব ফরমালিনমুক্ত বাজারে ‘প্রতিবাদ বন্ধন কর্মসূচি’ পালিত হবে, সেগুলো হচ্ছে-
১. ঢাকা মহানগর ফল আমদানিকারক ব্যবসায়ী সমিতি, বাদামতলী, ঢাকা।
২. মোহাম্মদপুর টাউন হল সিটি কর্পোরেশন কাঁচাবাজার বণিক সমিতি।
৩. কাপ্তান বাজার (ঠাঁটারী বাজার) ব্যবসায়ী দোকান মালিক বহুমুখী সমবায় সমিতি লি.।
৪. গুলশান উত্তর কাঁচাবাজার ব্যবসায়ী সমিতি, গুলশান-২, ঢাকা।
৫. আমিনবাগ কো-অপারেটিভ মার্কেট সোসাইটি লি., শান্তিনগর বাজার, ঢাকা।
৬. মালিবাগ বাজার বণিক সমিতি লি., মালিবাগ রেলগেট, ঢাকা।
৭. মহাখালী সিটি কর্পোরেশন মার্কেট, মহাখালী, ঢাকা।
৮. আজমপুর-উত্তরা ৬নং সেক্টর নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রেতা-বিক্রেতা বহুমুখী সমবায় সমিতি লি., ঢাকা।
৯. হযরত শাহ্ আলী সিটি কর্পোরেশন মার্কেট, মিরপুর-১, ঢাকা।