তোমার মমতাকে বলেছি আমি দক্ষতা (খালেদ হোসাইন)
~~~তোমার মমতাকে বলেছি আমি দক্ষতা~~~
—>খালেদ হোসাইন<—
============================================================
আমার কবিতায় তুমি খুঁজে পেলে অসম্মান।
না, শব্দটি ঠিক অসম্মান নয়, উপযুক্ত শব্দটি
হাতড়ে পাওয়া যাচ্ছে না, তবে আপাতত
কাছাকাছি শব্দ এটাই-
>>>
আমার তবে দিন ফুরিয়েছে কবিতা লেখার।
ভাবনা বা শব্দ বা বিন্যাস- কিছুই আর আমার
নিয়ন্ত্রণে নেই।
>>>
আমি বলতে চেয়েছি, আমার এই কাঙাল জীবনটাকে
তুমি কানায় কানায় পূর্ণ করে দিয়েছো। কেবল
তোমার মমতাকে বলেছি আমি দক্ষতা। তা ছিলো ভুল।
আর ভুল করলে তো জীবনে তার খেসারত দিতেই হয়।
>>>
খুব সুন্দর কাব্যালোচনার মধ্য দিয়ে যে দিনের সূর্যোদয়
কয়েক মিনিট যেতে না যেতেই অসম্মানের মধ্য দিয়ে
তার সূর্যাস্ত।
>>>
কাল সুবে সাদিকে তুমি কি আমার কবিতা তেলাওয়াত করবে?
বা আর কোনোদিন?
______________________________________________________________