ঈদের পর থেকে সরকার পতনের আন্দোলন শুরু হবেঃ নোমান
রুপম হালদার,এসবিডি নিউজ24 ডট কমঃ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ঈদের আগে আন্দোলন প্রস্তুতি এবং ঈদের পরে সরকার পতনের আন্দোলন শুরু হবে বলে জানিয়েছেন, বিএনপি’র ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। তিনি বলেন, ক্রমে সরকার পতনের আন্দোলন তীব্র থেকে তীব্রতর করা হবে। ৬ সেপ্টেম্বর দুপুরে ১৮ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। নরসিংদিতে বিরোধী নেত্রী খালেদা জিয়ার জনসভা সফল করতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। নোমান বলেন, নরসিংদীর জনসভায় কয়েক লাখ মানুষ অংশ নেবে। ঈদের আগে সভা সমাবেশের মাধ্যমে আন্দোলন প্রস্তুতি নেয়া হবে। ঈদের পর থেকে সরকার পতনের আন্দোলন শুরু হবে। সরকারের উদ্দেশে তিনি বলেন, এখনও সময় আছে সংসদের আসন্ন অধিবেশনে তত্ত্বাবধায়ক বিল আনুন। নির্দলীয় নির্বাচনের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন। নরসিংদীর জনসভায় বিরোধী নেত্রী আন্দোলনের দিক নির্দেশনা দেবেন বলেও জানান আব্দুল্লাহ আল নোমান। বৈঠকে জামায়াতের রেদোয়ান উল্লাহ শাহিদী, এলডিপির রেদোয়ান আহমেদ, এনপিপি’র ফরিদুজ্জামান আহমেদ, লেবার পার্টির হামিদুল্লাহ আশরাফ, জাগপার লুৎফর রহমান, এনডিপি’র আলমগীর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।