৮ সেপ্টেম্বর দেশব্যাপী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ ৮ সেপ্টেম্বর (রোববার) দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শনিবার সংগঠনটির সহকারী প্রচার সম্পাদক মো. জামাল উদ্দিন সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. দেলাওয়ার হোসেনসহ অন্যায়ভাবে গ্রেপ্তারকৃত ছাত্রশিবিরের সকল নেতাকর্মীর নি:শর্ত মুক্তির দাবিতে আগামীকাল ৮ সেপ্টেম্বর রোববার দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।” বিবৃতিতে ছাত্রশিবিরের সেক্রেটারী জেনারেল মো. আবদুল জব্বার বলেন, “আওয়ামী জালিম সরকার অন্যায়ভাবে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতিকে গ্রেপ্তার করে দীর্ঘদিন ধরে কারা নির্যাতন করছে। একের পর এক মিথ্যা মামলায় তাকে ৫৬ দিনের রিমাণ্ডে নেয়া হয়েছে। দেশের জনপ্রিয় ও বৃহত্তম ছাত্রসংগঠনের সর্বোচ্চ নেতাকে নির্মম নির্যাতন করে এ সরকার প্রতিহিংসার জঘন্য নজির স্থাপন করেছে। গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে ইতোপূর্বে ছাত্রশিবির ছাত্রসমাজকে সাথে নিয়ে দেশব্যাপী বহু শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলেও স্বৈরাচারের সেবাদাস এ সরকার তাতে কোন কর্ণপাত করেনি। তাই বিক্ষুব্ধ ছাত্রসমাজের পক্ষে আমরা আবারো কর্মসূচি ঘোষণা করছি।”
বিবৃতিতে সভাপতিসহ অন্যান্য নেতৃবৃন্দের মুক্তি দাবি করে বলা হয়, “আমরা অনতিবিলম্বে শিবিরের কেন্দ্রীয় সভাপতিসহ জামায়াত-শিবিরের গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মীর নি:শর্ত মুক্তি চাই। তাদের মুক্তির দাবিতে ছাত্রশিবির আগামীকাল ৮ সেপ্টেম্বর রোববার দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে।”