ড. ইউনূসের বিরুদ্ধে ১২ কোটি ৬৫ লাখ ৪৬ হাজার ৩৯৭ টাকা কর ফাঁকির অভিযোগ
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ১২ কোটি ৬৫ লাখ ৪৬ হাজার ৩৯৭ টাকা কর ফাঁকির বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং ব্যাংকিং বিভাগকে দেশের প্রচলিত আইনানুযায়ী এ ব্যাপারে পদক্ষেপ নিতে বলা হয়েছে। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের ২১৮তম নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসাইন ভূইঞা এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন। মন্ত্রিপরিষদ সচিব জানান, এনবিআর অনুসন্ধান করে দেখেছে, ড. ইউনূস তার বিভিন্ন প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে বিভিন্ন সময়ে বিদেশে গেছেন। সেখানে ১৩৩ টি বেসরকারী প্রতিষ্ঠান থেকে তিনি সম্মানী গ্রহণ করেছেন। এছাড়া ১০টি প্রতিষ্ঠান থেকে পুরস্কার এবং ১৩টি প্রতিষ্ঠান থেকে রয়ালটি পেয়েছেন। যার মোট মূল্য ৫০ কোটি ৬১ লাখ ৮৫ হাজার ৫৮৮ টাকা। এ আয়ের কোন কর ড: ইউনূস দেননি।