জীবনের মতো জটিল অঙ্ক আর কিছু নেই!
সুমন্ত আসলামঃ
ঈদের দুদিন আগে মানুষটা আমার সামনে এসে দাঁড়ালেন, ‘বাবা, চিনতে পেরেছ?’
বিব্রত আমি। তিনি আমার কাঁধে একটা হাত রেখে বললেন, ‘আমি তোমার স্যার, মিনহাজ আবেদীন।’
চিনে ফেললাম স্যারকে। কাঁধের হাতটা নিজের দু হাতের মাঝে নিয়ে বললাম, ‘স্যার, আপনি!’
প্রায় দেড় যুগ আগে তাঁকে যেমন দেখেছিলাম, তার চার ভাগের এক ভাগ শরীরে তিনি। চেনা যায় না একদমই। ম্লান হাসলেন তিনি। হাতটা ছাড়িয়ে নিয়ে আমার মাথায় রেখে বললেন, ‘প্রায়ই তোমার লেখা দেখি এখানে ওখানে। ভালো লাগে। গর্ব অনুভবও করি।’
‘স্যার, আপনার এ অবস্থা কেন? কী করছেন এখন?’
‘কিছু না। স্রষ্টা নাকি আমাদের আশপাশেই থাকে, খুঁজে বেড়াচ্ছি তাকে। একটা কথা জিজ্ঞেস করার ছিল তাকে।’
‘কী কথা?’
স্যার কিছু বললেন না। ক্যালকুলাসের মতো জটিল অঙ্ককে যিনি সরল করে দিতেন আমাদের, তাঁর জীবনটা এত জটিল হয়ে গেছে!
মাথা থেকে হাত সরিয়ে চলে গেলেন তিনি। যাওয়ার আগে শুধু বলে গেলেন, ‘জীবনের মতো জটিল অঙ্ক আর কিছু নেই। মেলাতে পারলাম না।’
নিঃশ্বাস বন্ধ হয়ে ছিল আমার কিছুক্ষণ।
সুমন্ত আসলামঃ সহযোগী সম্পাদক,দৈনিক সমকাল।।