কানাডায় ইমিগ্রেশনঃ চলতি বছরের অভিবাসী কোটা পূরণ না হওয়ার আশঙ্কা
এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ কানাডায় ইমিগ্রেশন আবেদন নিষ্পত্তি প্রক্রিয়া প্রায় স্থবির হয়ে পড়েছে। যে হারে ইমিগ্রেশন আবেদন নিষ্পত্তি হচ্ছে তাতে চলতি বছরের অভিবাসী কোটা পূরণ করা অসম্ভব হয়ে পড়বে। কানাডীয়ান কূটনীতিক ও কূটনৈতিক মিশনে কর্মকর্তাদের ধর্মঘটের ফলে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য,বেতনভাতা এবং পেশাগত বিভিন্ন দাবিদাওয়া নিয়ে কানাডার কূটনৈতিক মিশনের কর্মকর্তারা গত ছয় মাস ধরে ধর্মঘট পালন করছেন। সরকারি তথ্য অনুসারে,চলতি বছরের মে থেকে জুলাই মাস পর্যন্ত সময়ে ইমিগ্রেশন আবেদন অনুমোদনের হার সাড়ে ৭ শতাংশ কমে গেছে। এই সময়ে মোট ৬০ হাজার ৪১৬টি আবেদনপত্র নিষ্পত্তি হয়েছে। গত বছরের একই সময়ে নিস্পত্তি হয়েছিলো ৬৫ হাজার ২৫৫টি আবেদন। কূটনীতিক ধর্মঘটের ফলে ট্যুরিষ্ট ভিসা এবং বৈদেশিক শিক্ষার্থীদের ভিসা আবেদন নিষ্পত্তি স্থবির হয়ে পড়লে তুমুল প্রতিক্রিয়া দেখা দেয়। বিপুল পরিমান বৈদেশিক মুদ্রাউপার্জনের সুযোগ হাতছাড়া হওয়ার আশংকায় সরকার কূটনীতিকদের কাজ ভাগ করে দিয়ে অগ্রাধিকার নির্ধারন করে দেন। এতে ট্যুরিষ্ট ভিসা এবং বৈদিশক শিক্ষার্থীদের ভিসার আবেদন নিস্পত্তিকে গুরুত্ব দেয়ার নির্দেশ দেয়া হয়। এদিকে সরকারি এই নির্দেশের ফলে বিদেশি মিশনে কর্মরত কর্মকর্তারা ইমিগ্রেশনের আবেদনগুলো নিস্পত্তি না করেই ফেলে রাখছেন। জানা গেছে, কূটনৈতিক মিশনগুলো এখন ইমিগ্রেশন আবেদন ফেলে রেখে ট্যুরিষ্ট ভিসা এবং বৈদেশিক শিক্ষার্থীদের ভিসার আবেদন নিস্পত্তি করাকে অগ্রাধিকার দিচ্ছে। প্রফেশনাল অ্যাসোসিয়েশন অব ফরেন সার্ভিস অফিসার্স এর প্রেসিডেন্ট টিমোথি এডওয়ার্ড দাবি করেছেন, অনেকগুলো গুরুত্বপূর্ণ ভিসা প্রসেসিং কেন্দ্রে ইমিগ্রেশন আবেদন নিষ্পত্তি বলতে গেলে স্থগিত হয়ে গেছে। টিমোথি এডওয়ার্ড বলেন, তার অ্যাসোসিয়শনের ১৩৫০ জন সদস্যকেই ভ্রমন এবং বৈদেশিক শিক্ষার্থীদের ভিসার আবেদন নিষ্পত্তিতে মনোযোগ দিতে নির্দেশ দেয়া হয়েছে।