যশস্বী শিক্ষক শামসুজ্জামান-এর ইন্তেকাল ।। কুলখানি শুক্রবার
এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ ঢাকার গুলশান ও বনানীএলাকায় ‘জামানস্যার’ নাম খ্যাত গুণী শিক্ষক শামসুজ্জামান গত শনিবার (১৪সেপ্টেম্বর২০১৩) রাতে ঢাকায় ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহেওয়াইন্নাইলাইহেরাজেউন) ।তাঁর বয়স হয়েছিল ৭১বছর। তিনি শ্বাসকষ্ট ও ডায়াবেটিকসহ বার্ধ্যক্য জনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা জনাব জামান এক মেয়ে, এক ছেলে, তিন বোন, এক ভাই, বন্ধু-বান্ধব, ছাত্র-ছাত্রী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর ছাত্র-ছাত্রীদের মধ্যে রয়েছেন খ্যাতনামা রাজনীতিক, সাংসদ, সাংবাদিক, শিল্পপতি, ব্যবসায়ী ও আইনজীবি। তিনি ১৯৬৪ সাল থেকে বনানী এলাকায় ক্রীড়া সংগঠক ও সমাজসেবী হিসেবে সুপরিচিত ছিলেন।
মরহুম ওয়াজেদ আলী বিশ্বাসের জ্যেষ্ঠ পুত্র জনাব শামসুজ্জামান ১৯৪২ সালে চুয়াডাঙ্গায় জন্মগ্রহন করেন।ঢাকা কলেজে স্নাতক অর্জনের পর তিনি ১৯৬০-এর দশকে শিক্ষকতার মধ্য দিয়ে পেশাগত জীবন শুরু করে খ্যাতি অর্জন করেন। পরে তদানীন্তন পাকিস্তান কেন্দ্রীয় সরকারের চাকুরীতে যোগদেন এবং ১৯৯৯সালে বাংলাদেশ সরকারী মুদ্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা হিসেবে অবসর গ্রহণ করেন।
রোববার বাদজোহর বনানী কেন্দ্রীয় মসজিদে জানাজার নামাজ শেষে মরহুম জামানকে বনানী গোরস্তানে দাফন করাহয়।
প্রবাসী রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক এবং বেতার ও টিভিভাষ্যকার সৈকত রুশদী মরহুম জামানের ভাগ্নে।