জোনাক হয়ে জ্বলবে বলেই…(ফারহানা খানম)
জোনাক হয়ে জ্বলবে বলেই…
~~~ফারহানা খানম~~~
**********************************************************************************
বিরামহীন বৃষ্টিতে সেদিন শহরটা জলে একাকার
বিকেলেই নেমে এসেছিল সন্ধ্যা
নির্জন রাস্তাটা একবুক জল নিয়ে
শুয়ে ছিল একাকী বিপন্ন চড়ুইয়েরা
নিশ্চিন্ত আশ্রয়ে ঘুলঘুলিতে
আর উদাসী কাক ভেজা দৃষ্টি মেলে বসেছিল
ওই মসৃণ ইউক্যালিপটাসের ডালে,
ঠিক তখনই বায়না ধরেছিলে তুমি,
বলেছিলে-
”আজ রিকশায় ঘুরবো জল কাদা মাখা এই শররের অলিগলি,
ছুয়ে দেব মেঘের আঁচল”
কেতকীর মালা খোঁপায় জড়িয়ে বেড়িয়ে ছিলাম
ঝুম বৃষ্টিতে মেঘের আহ্বানে মনময়ূরী মেলে দিয়েছিল
আনন্দ পেখম
আর আমরা তখন নিবিড় অন্তরঙ্গতায়
বৃষ্টির কাছে জেনে নিয়েছিলাম ছুঁয়ে দেয়ার গোপন মন্ত্র…
নিঃসঙ্গ অন্ধকারে আমাদের ভালোলাগাগুলো জমছিল
ঘোর অমাবস্যায়ও জোনাক হয়ে জ্বলবে বলেই ।
___________________________________________________________