মেসিবিহীন বার্সা’র কষ্টের জয়!
ক্রীড়া প্রতিবেদক,এসবিডি নিউজ24 ডট কমঃ মেসিবিহীন বার্সা যে অসহায় তা আবার হাড়ে হাড়ে টের পেলো সেন্টিকের বিপক্ষের এই ম্যাচে। বার্সার পাড় ভক্তরাও হতাশ হলো বার্সার এই দশা দেখে। আক্রমনগুলো বারবার প্রাণহীন হয়ে গেলো মেসি বিহনে। সেল্টিকের মতো দলের সাথে ১-০ গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হলো তাদের। বার্সার আক্রমনগুলো কিছুতেই গোলের দেখা পাচ্ছিলো না। নেইমারের অক্লান্ত প্রচেষ্টাও গোলের সন্ধান দিতে পারলো না বার্সেলোনাকে। খেলার ১৮ মিনিটে বার্সাকে এগিয়ে নেয়ার সুযোগ পান নেইমার। কিন্তু শটটি গোল বারের কাছ দিয়ে চলে যায় মাঠের বাইরে। নেইমারের ‘মার’টা নেই হলো। আপন আলোয় উজ্জল হওয়ার সুবর্ন সুযোগ ছিলো নেইমারের সামনে। এই দিনটি নেইমারের হতে পারতো, কিন্তু অনেকগুলো সহজ সুযোগ মিস করে তিনি তার ব্যর্থতার ষোলোকলা পূরণ করলেন এই দিনে। মেসির অভাব যেন আরো প্রকটভাবে অনুধাবন করলো দল।
দ্বিতীয়ার্ধের পরে বার্সার বেশ কয়েকটি দলগত আক্রমন আলোর মুখ দেখলো না। ৫৯ মিনিটে সেল্টিকের অধিনায়ক ব্রাউন নেইমারকে অবৈধভাবে বাধা দেয়ার কারণে লাল কার্ড পেয়ে মাঠের বাইরে চলে যায়। ৭৫ মিনিটে বার্সার হয়ে একমাত্র জয় সূচক গোলটি করেন ফেব্রিকাস। সানচেজের বাড়িয়ে দেয়া বলে নিপুন পায়ের ছোঁয়ায় গোল করেন ফেব্রিকাস। খেলার ঠিক শেষ মিনিটে আরেকটি আক্রমন করেন নেইমার। কিন্তু ভাগ্যদেবী এবারও সহায় ছিলো না তার। ফলশ্রুতি ১-০ গোলের কষ্টের জয় নিয়েই তুষ্ট থাকতে হয় শক্তিশালী বার্সা কে।