ঝিনইদহে ৩৭৮টি মণ্ডপে দুর্গা পূজা ।। গত বছরের তুলনায় ৩৪টি পুজামণ্ডপ কম
আহমেদ নাসিম আনসারী, ঝিনাইদহ থেকে, এসবিডি নিউজ24 ডট কমঃ ঝিনাইদহের মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের প্রস্তুতি। উৎসবকে সামনে রেখে ঝিনাইদহের ৩৭৮টি পূজা মণ্ডপে দেবী দুর্গার মূর্তি তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। ঝিনাইদহ জেলা পূজা উদযাপন কমিটির শিক্ষা ও গবেষনা সহ-সম্পাদক ও শহর পূজা উদযাপন কমিটির অন্যতম নেতা পরিমল কুমার রায় পলাশ জানান, ঝিনাইদহে ৩৭৮টি মন্ডপে দুর্গা পুজা অনুষ্ঠিত হচ্ছে। পূজা মণ্ডপগুলো হলো ঝিনাইদহ সদর উপজেলায় ৮১টি, শৈলকুপায় ১০৯টি, হরিণাকুন্ডেু ২৬টি, কালীগঞ্জে ৮০টি, কোটচাঁদপুরে ৪১টি, মহেশপুরে ৪১টি । গত বছর ঝিনাইদহ জেলায় ৪১২ টি পুজামন্ডপে পুজা অনুষ্ঠিত হয়েছিল। এ বছর ৩৪ টি পুজামন্ডপ কম। তিনি আরো জানান, সুষ্ঠুভাবে পূজা উদযাপনের লক্ষ্যে জেলা, উপজেলা ও থানা প্রশাসনের উদ্যোগে নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন মন্দিরে দুর্গোতৎসব হওয়ায় প্রতিমা উপহার দিতে ব্যস্ত সময় কাটাচ্ছে শিল্পীরা। নৈপুণ্য তুলির আঁচড়ে প্রলেপ দিয়ে উজ্জ্বল করে তুলছে মা দেবীকে। শিল্পীরা দেবীকে আকর্ষণীয় করে তুলতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন। শেষ মুহূর্তে শিল্পীরা বিভিন্ন উপাসনালয়ে পুরোহিতদের কাছে তাদের চেষ্টার্জিত প্রতিমা উপহার দিবেন এমনটাই প্রত্যাশা করছেন আয়োজকরা। এর পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের শিশু-কিশোরদের মধ্যে বইছে উৎসবের আমেজ।
ঝিনাইদহ পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শারদীয় দুগা পূজা অনুষ্ঠানের জন্য প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি ইতোমধ্যে নেয়া হয়েছে। পূজা অনুষ্ঠানের কয়েকদিন দেরী থাকলেও সকল পূজা মণ্ডপের দিকে প্রশাসনিক নজরদারি শুরু হয়েছে। যাতে কেউ অনাকাঙ্খিত ঘটনা ঘটাতে না পারে। তিনি ধর্মীয় উৎসব সফলভাবে শেষ করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।