কবি নির্মলেন্দু গুণ গুরুতর অসুস্থ
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ বিখ্যাত কবি নির্মলেন্দু গুণ গুরুতর অসুস্থ। তাকে সুইডেনের উপসালা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাকস্থলি প্রদাহ,উচ্চ জ্বর ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন তিনি। গুটেনবার্গ বইমেলা উপলক্ষে বাংলাদেশের কণ্ঠস্বর এর অংশ হিসেবে কবি নরওয়ে ও সুইডেনে যাওয়ার কথা। এরই ধারাবাহিকতায় তিনি সুইডেনের স্টকহোমে একটি সাহিত্য আসরে অতিথি ছিলেন। এখানে থাকাকালে ৩ অক্টোবর (বৃহস্পতিবার) রাতে অসুস্থ হয়ে পড়েন কবি। সুইডেন প্রবাসী কবি আনিসুর রহমান গণমাধ্যমে এ কথা জানিয়েছেন। তিনি বলেন,”দেশে ফেরার জন্যে কবি ব্যাকুল রয়েছেন। আশা করি, শিগরিরই সুস্থ হয়ে তিনি দেশে ফিরবেন।“
প্রসঙ্গত, ষাটের দশক থেকে নির্মলেন্দু গুণ লেখালেখি করছেন। তাকে বাংলাদেশের অন্যতম প্রধান কবিদের একজন বিবেচনা করা হয়। প্রেমের কবিতার পাশাপাশি নির্মলেন্দু গুণ সামাজিক ও রাজনৈতিক দায়বদ্ধতা নিয়েও কবিতা লিখেছেন। সর্বস্তরের পাঠকের কাছে তিনি সমান জনপ্রিয়।