ফেসবুক ব্যবহারের জন্য ঐশ্বরিয়ার আত্মহত্যা
জোনাকী হক,এসবিডি নিউজ24 ডট কমঃ আত্মহত্যা একটি সামাজিক ব্যাধি। ক্রমশ পৃথিবীর দেশে দেশে আত্মহত্যার প্রবণতা বাড়ছে। এ ক্রমবর্ধমান আত্মহত্যা রোধে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। প্রাথমিকভাবে ব্রিটেন, আমেরিকা এবং কানাডায় সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ফেসবুকের এই বিশেষ কর্মসূচি। অথচ যে ফেসবুক আত্মহত্যা প্রতিরোধে কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে সেই ফেসবুকের জন্যই কিনা আত্মহত্যা করলো কিশোরী মেয়েটি।
জানা গেছে, ভারতের পশ্চিমাঞ্চলে ১৭ বছরের ঐশ্বরিয়ার ফেসবুক ব্যবহার নিয়ে বাবা-মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয়। আর এতেই অভিমানী ঐশ্বরিয়া আত্মহত্যার পথ বেছে নেয়। শুক্রবার পুলিশ এ কথা জানায়। মহারাষ্ট্র রাজ্যের পার্বহানি শহরে বাবা-মায়ের সঙ্গে বচসার পর বুধবার শোয়ার ঘর থেকে কলেজ-পড়ুয়া ঐশ্বরিয়া দাহিওয়ালকে গলায় ফাঁস দেয়া অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ কর্মকর্তা বলেন, বুধবার রাতে এই কিশোরী ফেসবুক ব্যবহার করা নিয়ে তার বাবা-মায়ের সঙ্গে ঝগড়া করে। বাবা-মা তাকে ফেসবুক ব্যবহার ও সারাক্ষণ মোবাইলে চ্যাট করা থেকে বিরত থাকতে বললে তাদের মধ্যে ঝগড়া বাধে। মেয়েটির বাবা-মা এসব আজেবাজে কাজ না করে তাকে পড়ালেখায় মনোযোগ দিতে বলেন। এনিয়ে ঝগড়ার পর ঐশ্বরিয়া তার শোবার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে গলায় ফাঁস দেয়। আত্মহত্যার আগে একটি চিরকুটে কারণ উল্লেখ করে যায় সে।