রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিকাল ৩টায় ১৮ দলের বিক্ষোভ
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ ১৮ দলের বিক্ষোভ ৩১ অক্টোবর (বৃহস্পতিবার)। টানা ৬০ ঘণ্টার হরতালে বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যা, হামলা-মামলা ও গ্রেফতারের প্রতিবাদে বৃহস্পতিবার ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করবে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিকাল ৩টায় এই সমাবেশ অনুষ্ঠিত হবে। গতকাল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ১৩ দফা শর্তসাপেক্ষে এ অনুমতি দেয়। ঢাকা মহানগর ১৮ দলীয় জোটের আহ্বায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে এতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জোটের নেতারা বক্তব্য রাখবেন। ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম সমাবেশে পুলিশের অনুমতি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
সারা দেশের সব জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালিত হবে। মঙ্গলবার হরতাল পালন শেষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল। এ ছাড়া আগামীকাল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নিহতদের স্মরণে গায়েবানা জানাজা কর্মসূচিও ঘোষণা করেন তিনি।