রাজধানীতে হরতাল সমর্থনে নাশকতা
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ বিএনপি’র নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা ৬০ ঘণ্টার হরতালের সমর্থনে ৩ নভেম্বর (রোববার) সকালে রাজধানীর সায়দাবাদে মিছিল করেছে ছাত্রশিবিরের মহানগরের দক্ষিণ শাখা। রোববার সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ মিছিলে বাঁধা দিলে শিবিরকর্মীরা পরপর তিনটি পেট্রোল বোমার বিস্ফারণ ঘটায় ও দু’টি গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, সায়েদাবাদ মোড় থেকে ৫০-৬০ জনের একদল শিবিরকর্মী হরতালের সমর্থনে মিছিল বের করে। মিছিলটি ধলপুরে পৌঁছলে পুলিশ তাদের বাঁধা দেয়। এ সময় মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এসময় তারা দু’টি গাড়িও ভাঙচুর করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪-৫ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। পুলিশের ডেমরা জোনের এসি মিনহাজ জানান, শিবিরকর্মীরা মিছিল বের করে গাড়ি ভাঙচুর ও বোমা বিস্ফোরণ ঘটায়। শিবির কর্মীদের আটকের চেষ্টা চলছে।
অপরদিকে, রাজধানীর কাঁটাবন এলাকায় বোমার আঘাতে গুরুতর আহত হয়েছেন একব্যক্তি। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। সকাল সোয়া ১১টার দিকে এই ঘটনা ঘটে। এছাড়াও, যাত্রাবাড়ি,মোহাম্মদপুর,মিরপুরসহ ঢাকার বিভিন্ন স্থানে গাড়ি ভাংচুর এবং বিবিধ নাশকতার খবর পাওয়া যাচ্ছে।