২০ জন সাংবাদিক পেলেন ডিআরইউ রিপোর্টিং অ্যাওয়ার্ড
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) রিপোর্টিং অ্যাওয়ার্ড পেয়েছেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ২০ জন সাংবাদিক। সেরা অনুসন্ধানী প্রতিবেদনের জন্য তাদের এ অ্যাওয়ার্ড দেয়া হয়। মঙ্গলবার বিকালে রাজধানীর একটি হোটেলে ‘ডিআরইউ-গ্রামীণফোন রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০১৩’ দেয়া হয়। জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে সেরা প্রতিবেদকদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও গ্রামীণফোনের করপোরেট কমিউনিকেশন বিভাগের প্রধান সৈয়দ তাহমিদ আজিজুল হক। ডিআরইউর সভাপতি শাহেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে শিরীন শারমিন চৌধুরী বলেন, সংসদীয় গণতন্ত্রে সংসদ কেন্দ্রবিন্দুতে রয়েছে। কিন্তু মানুষের চাওয়া-পাওয়ার কথা যথাযথভাবে তুলে ধরে দেশের গণমাধ্যম। তাই গণমাধ্যমই দেশে গণতন্ত্রের ভিত মজবুত করে থাকে। এছাড়া আরও বক্তব্য দেন জুরি বোর্ডের চেয়ারম্যান শফিকুল করিম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউ) একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল এবং স্বাগত বক্তব্য দেন ডিআরইউর সাধারণ সম্পাদক ইলিয়াস খান।