৮৪ ঘণ্টা হরতালের আগের দিনঃ রাজধানীর বিভিন্ন স্থানে বিছিন্ন তাণ্ডব!

৮৪ ঘণ্টা হরতালের আগের দিনঃ রাজধানীর বিভিন্ন স্থানে বিছিন্ন তাণ্ডব!

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ৮৪ ঘণ্টা হরতালের আগের দিন অর্থাৎ ৯ নভেম্বর (শনিবার) রাজধানীর বিভিন্ন স্থানে আগুন, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা গেছে, রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনের সামনে শনিবার দুপুর ১টা ২৫ মিনিটে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ব্যারাক থেকে পুলিশ সদস্যরা এসে আগুন নিভিয়ে ফেলে। এদিকে বেলা দেড়টার দিকে মিরপুর রূপনগরে একটি বাসে আগুন দেয়া হয়। রূপনগর টিনশেডের ১৪ নম্বর রোডের মাথায় আশীর্বাদ পরিবহনের বাসটিতে কে বা কারা আগুন দেয়। আরো জানা গেছে, হরতাল সমর্থনে রাজধানীর বিজয়নগর নাইটঙ্গেল মোড়ে মিছিল-ভাঙচুর, গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ দু’জনকে আটক করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেল পৌনে ৫টার দিকে বিজয়নগর নাইটঙ্গেল মোড়ে সামনের গলি থেকে হরতাল সমর্থনে মিছিল বের করে পল্টন থানা জামায়াত। তারা মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে পরপর চারটি ককটেল ছুঁড়ে মারে। যদিও এতে কেউ আহত হয়নি। এ সময় পুলিশ ৫ রাউন্ড ফাঁকা গুলি করে। পরে জামায়াত কর্মীরা রাস্তায় পার্কিং করা ৫টি গাড়ি ভাঙচুর করে দ্রুত সরে পড়ে। এই ঘটনায় পুলিশ দু’জনকে আটক করে। শনিবার সকাল সোয়া ৯টায় যাত্রাবাড়ীর কুতুবখালীতে একটি বিআরটিসি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। পরে যাত্রাবাড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দুপুর পৌনে ১২টার দিকে মহাখালীর তিতুমীর কলেজের সামনে তিতুমীর কলেজের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় তিতুমীর কলেজের শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে এক পিকেটারকে ধরে পুলিশে সোপর্দ করে বলে জানা গেছে। এছাড়া ওই সময়ে সেখানে পরপর ১০টি ককটেলের বিষ্ফোরণও ঘটে। এদিকে, সোয়া ১১টার দিকে পুরান ঢাকার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ৪টি ককটেলের বিস্ফোরণ ঘটে। এর আগে সকাল সোয়া ৯টার দিকে বাড্ডায় ছাত্রশিবিরের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল বের করে পুলিশের গাড়িসহ অন্তত ৫/৬ গাড়ি ভাংচুর ও ১২টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। একই সময়ে যাত্রাবাড়ীর কুতুবখালীতে বাসে অগ্নিসংযোগ করার পর বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এছাড়াও উত্তরার আব্দুল্লাহপুরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে। তবে ঐ ককটেল বিস্ফোরণ ঘটেনি। পুলিশ অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে।
উল্লেখ্য, শুক্রবার বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল রোববার থেকে টানা ৮৪ ঘন্টার হরতালের ডাক দেয়। এরপর রাতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে বিএনপির স্থায়ী কমিটির ৩ সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, এম কে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞা এবং খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টুসহ তাঁর বিশেষ সহকারী অ্যাড. শিমুল বিশ্বাসকে আটক করে ঢাকা মহানগর  গোয়েন্দা পুলিশ। গত শুক্রবার রাত ১১টার দিকে সার্ক ফোয়ারার পাশে যাত্রাবাড়ী থেকে টঙ্গীগামী ৩৪/বি সিটিং সার্ভিসের বাসটিতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে পালিয়ে যায়। আগুন দ্রুত বাসে ছিড়েয় পড়ে। এর আগেই বাসের ভেতরে থাকা যাত্রীরা নিরাপদে নেমে যায়। পরে পুলিশ এসে বাসের আগুন নেভায়। তবে আগুনে বাসের ভেতরের সব সিট পুড়ে গেছে। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। রাত পৌনে ১১টার দিকে বিজয়নগর পানির ট্যাংকির কাছে একটি বাসে আগুন দেয়া হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে রাতে ফার্মগেটে আনন্দ সিনেমা হলের সামনে ৫টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে কেউ হতাহত হয়নি।এছাড়াও ২টি বাসে আগুন দেয়ার চেষ্টা করা হয়। এদিকে, রাজধানীর বিজয়নগরে ১০টার দিকে একটি সিএনজিতে আগুন দেয়া হয়।

নিজস্ব প্রতিনিধি