একালের পুঁথি (ফারহানা খানম)
~~~একালের পুঁথি~~~
—-ফারহানা খানম—-
**********************************************************************************************
সময়ের চোখেও ছানি পড়েছে কি?
সে দেখে না কোথাও কোথাও
ভীষণ আঁধার যেন সভ্যতার শুরু,
বল্কলে মোড়ানো প্রাগৈতিহাসিক মানব
আর আদিম বোধ!!
>>>
নন্দনে আছে নান্দনিকতা
সেখানে আলোর বিভাস
বোদলেয়ার পিকাসোর নান্দনিক নির্যাস
পৌঁছায়নি এখানে,
এখনো লালসার এসিডে ঝলসে যায়
মুখ নেশায় বোধহীন বিবেক।
>>>
এই আহুতি বেলায় বলি হয় কনে
আর কন্যেরা অনিত্য নিয়মের ঘেরাটোপে।
এসব ইতিহাস একালের পুঁথি,
লেখা হয় পাতায় পাতায় পুঁই
মেটুলির রসে কঞ্ছি ডুবিয়ে।
সংস্কারের পাঁচিল পেরিয়ে
কখনো ছিটে ফোঁটা রোদ্দুর আসে;
ওতেই উজ্জলতা ছড়ায় কিছু মণি -মানিক্য
আর শুকায়, নর্দমায় জমানো কালের জঞ্জাল!
_____________________________________________________________________